তুমি হয়ত সবকিছুতে ভালো নও, কিন্তু তোমার উচিৎ সবকিছুতেই তোমার নিজের সেরাটা ঢেলে দেয়া!
আমার চোখে The Dark Knight Rises, সবাইকে পড়ার এবং মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি!
গতকাল রাতে The Dark Knight Rises দেখলাম, যদিও অনেক দেরি হয়ে গেলো! একটা wonderful সময় পার করলাম, অনুমিতভাবেই। নোলান আবারও প্রমান করলেন কেন তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা পরিচালক বলা হয়। জোকার কে মিস করেছি, যদিও বেইন যথেষ্ট ভীতির সৃষ্টি করতে পেরেছে দর্শকের মনে। আমি তো একসময় ভাবছিলাম যে ব্যাটম্যান হয়তো বেইন কে হারাতেই পারবে না! একথা সত্যি যে নোলানের মুভির ভিলেনরা অনেক শক্তিশালী হয়, বেইন আমাদের সেটাই আবার মনে করিয়ে দিল। ডিরেকশন, প্লট, লোকেশন, গল্প বলার স্টাইল ভালো লেগেছে, অভিনয় তো অবশ্যই ভালো।
কাস্টিং ছিল দুর্দান্ত, আবহসঙ্গীত অসাধারণ, একটা ডার্ক ভাব মুভিতে সুন্দরভাবেই ফুটিয়ে তুলেছেন নোলান। মুভিটা গতিময়, অনেক লম্বা (প্রায় ৩ ঘন্টা) হওয়া সত্ত্বেও বোরিং লাগেনি একেবারেই, আসলে আমি একটু পর পর খেয়াল করছিলাম যে আর কটটুকু বাকি আছে...কারন শেষ হলেই তো শেষ!
এক কথায় ব্যাটম্যান ফ্যানদের জন্য একটা অসাধারণ উপহার! তবে আমি এটিকে ট্রিলজির সবচেয়ে দুর্বল মুভি বলবো, রাইজেস আগের দুটি মুভিকে কোনভাবেই ছাড়িয়ে যেতে পারে নি। বেশ কিছু অসঙ্গতি পেয়েছি (অন্তত আমার মনে হয়েছে), যেটা মিস্টার ক্রিস্টোফার নোলানের কাছে আমরা আশা করি না। জানি এই মুভি নিয়ে কোন সমালোচনা করলে আমার নিজেরই সমালোচনা হবে বেশী, তবে কাউকে না কাউকে তো অপ্রিয় কাজটা করতেই হবে! আর আমার সাথে বেশীরভাগেরই মতামত মিলবে না, আমি খুব ভালো করেই সেটা জানি। তাই আশা করবো ব্যাক্তিগত আক্রমন না করে সুন্দর ভাষায় আমরা আলোচনা করতে পারবো।
(কেউ যদি বলেন যে আপনি মুভি বুঝেন না, আমি সেটা মাথা পেতে নেবো!) ও ভালো কথা, আমি এই লেখাটা লেখার আগে নেটে বেশ কিছু সময় সার্চ করেছি এই মুভির Mistakes নিয়ে। তাই লেখাটা আসলে শুধুমাত্র আমার ব্যাক্তিগত মতামত না, জনগণের মতামতও বলতে পারেন! যারা মুভিটা এখনও দেখেননি তাঁরা দয়া করে আর পড়বেন না, বিশাল বিশাল স্পয়লার আছে নীচে!
SPOILER ALERT!
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
১. বেইন কিভাবে খাওয়া দাওয়া করে? মুভি দেখে মনে হল যে মাস্কটা তাঁর মুখের সাথে পাকাপাকিভাবে লাগানো।
২. যে হাঁটুর আঘাতের জন্য ব্যাটম্যান ৮ বছর থেকে লাঠির সাহায্যে চলাফেরা করে, সেটা মুহূর্তেই ভালো হয়ে গেলো কিভাবে?
৩. Miranda Tate কিভাবে বিলিয়নিয়ার হয়ে গেলো? মুভিতে সেটার কোন উল্লেখ নেই।
৪. মিরান্ডা টেইট আর বেইনের এইজ ডিফারেন্স বিশ্বাসযোগ্য মনে হয়নি। বেইন মিরান্ডাকে জেল থেকে পালানোতে সাহায্য করে, তখন মিরান্ডা এক্কেবারে পিচ্চি।
অনেক বছর পরও বেইন সেই আগের মত, কিন্তু মিরান্ডা ৩৫ বছরের মহিলা?
৫. সেই প্রিজন/হোল টা বেইন নিয়ন্ত্রণ করে, সেটার উপরে কি একজন গার্ডও (অবশ্যই আর্মড গার্ড) নাই যে কোন বন্দী বেরিয়ে গেলে তাকে বাধা দেয়?
৬. দেখা গেলো যে ব্যাটম্যান/ওয়েইন কোমরে দড়ি বেঁধে দুইবার লাফিয়ে পালাবার চেষ্টা করে অসফল হয়। ওই হাইট থেকে (অন্তত ৫০ ফুট) কেউ পড়ে গেলে, আর যদি তাঁর কোমরে একটা দড়ি বাঁধা থাকে, তাহলে সাথে সাথেই তাঁর মেরুদণ্ড ভেঙ্গে যাবার কথা।
৭. গভর্ণমেন্ট এর আচরন অস্বাভাবিক, এই ধরনের ক্ষেত্রে সাধারনত আর্মি, নেভি, বিমানবাহিনী, স্পেশাল এজেন্ট ইত্যাদি সব ধরনের সৈনিক কে পাঠানো হয় টেররিস্ট গ্রুপকে নিউট্রালাইজ করার জন্য। ওরা যত বড় থ্রেটই দিক না কেন।
৮. ব্যাটম্যান কিভাবে একসাথে এতগুলা মিসাইল কে এড়ালো? আমি আমার জীবনে এরকম স্লো আর অকার্যকর মিসাইল দেখিনি!
৯. শহরের সব পুলিশ কিভাবে ৫ মাস sewer এর ভিতরে কাটিয়ে দিলো? বেইন ইচ্ছা করলে তো তাঁদের সবাইকে সহজেই মেরে ফেলতে পারতো।
এছাড়া ৫ মাস ধরে তাঁদেরকে পানি, খাবার, কাপড় ও অন্যান্য সাপ্লাই কিভাবে দেয়া সম্ভব হল? আর যদি সেটা সম্ভবই হয়, তাহলে কেন একজন একজন করে তাঁরা বেরিয়ে এল না? নিশ্চয়ই বেইনের লোকেরাই তাঁদের বাঁচিয়ে রাখছিল না! :p
১০. বেইনের লোকেরা যদি কয়েক বছর থেকে এক্সপ্লসিভ কনক্রিট দিয়ে গোথামের সব যায়গার কন্সট্রাকশন করছিলো, একজনও কি ধরা পড়লো না?
১১. এত কাছে সাগরে একটা নিউক্লিয়ার ব্লাস্ট হওয়ার পর শহরের কি অবস্থা হওয়ার কথা? Let me guess, ১০০ ফুট উঁচু সুনামি, রেডিয়েশন, তাপমাত্রা, ও অন্যান্য Hazard। মানছি ব্যাটম্যান সেটাকে ৬ কিলোমিটারের চেয়ে একটু দূরে ফেলেছে, তাঁর মানে তো এই না যে সেটা শহরের কোন ক্ষতি করবে না! পুরো শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা। ৬ কিলোমিটার এর ভিতরে হয়তো সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু বাস্তবে একটা নিউক্লিয়ার ব্লাস্ট হলে সেটা এর চেয়ে অনেক বেশী দূরত্বে মারাত্মক ক্ষতি করতে পারে (৪ মেগাটন এর একটা নিউক্লিয়ার বোমা)।
১২. ব্যাটম্যান কীভাবে একটা নিউক্লিয়ার ব্লাস্ট থেকে নিজেকে রক্ষা করলো? আমরা কিন্তু তাঁকে সাগরের অনেকদুর পর্যন্ত চলে যেতে দেখেছি, আমার ধারণা অন্তত কয়েক কিলোমিটার। কাছাকাছি একটা নিউক্লিয়ার ব্লাস্ট হওয়ার পর তাঁর কি অবস্থা হওয়ার কথা? এছাড়া সে কীভাবে মেইনল্যান্ডে ফিরে আসে? কোন রেসকিউ টিম তো দেখলাম না, এছাড়া সে তখন আহত এবং মারাত্মকভাবে exhausted.
১৩. বোমাটা ছিল “ফিউশন”, “ফিশন” না।
ফিউশন রিএকশন uncontrollable (অবশ্য আমার ভুলও হতে পারে)। এছাড়া ফিউশন বোমার ধ্বংসক্ষমতা ফিশন বোমার চেয়েও অনেক বেশী। এখন বোঝেন শহরের কি হাল হওয়ার কথা! আমার ধারণা পুরো শহর vaporized হয়ে যাওয়ার কথা।
১৪. ব্যাটম্যান এর মোটর সাইকেল দিয়ে একটা করে গুলি মারায় ব্যাটম্যানের নিজের দুইটা টাম্বলার (যেগুলো শত্রুরা ব্যাবহার করছিলো) ধ্বংস হয়ে গেলো, কিন্তু টাম্বলার থেকে ব্যাটম্যানের "ব্যাট" এ বেশ কয়েকটা গুলি মারার পরও সেটা সামান্যতম আঘাতপ্রাপ্তও হয় নি। ব্যাট জিনিসটা তো হেভি জিনিশ, কি দিয়ে তৈরি কে জানে!
এরকম আরও অনেক পয়েন্টস দেওয়া যাবে, সেগুলোর উত্তরও হয়তো দেওয়া যাবে।
তবে নোলানের কাছে আমাদের যে উচ্চ প্রত্যাশা সেটার কারনেই হয়তো কিছুটা হতাশ হয়েছি। IMDb ইউজার রিভিউ দেখলেও দেখবেন দর্শকরা কিছুটা হতাশ। ব্যাক্তিগতভাবে আমার এন্ডিংটা তেমন ভালো লাগে নি, ব্যাটম্যান মারা গেলেই হয়তো এন্ডিংটা আরও টাচি হতো। ট্রাজিক হিরো হিসেবে চিরদিন আমরা তাঁকে মনে রাখতাম, কিন্তু এখন শেষ দৃশ্যটা দেখে মনে হল ভবিষ্যতে আরও সিকুয়েল আসতে পারে! যদিও আমি চাইব না ব্যাটম্যান নিয়ে আর কোন মুভি হোক, কারন হলেও সেটা নোলান করবে না। আর নোলান ছাড়া ব্যাটম্যানকে এখন চিন্তাই করা যায় না! ওভারঅল একটা enjoyable মুভি, প্লটে গ্যাপ বা অন্যান্য ত্রুটি সব মুভিতেই থাকে...এগুলোকে আসলে পাত্তা দেওয়াই ঠিক না।
তবে আশা করবো নোলান ভবিষ্যতে আমাদের আরও অনেক অসাধারণ মুভি উপহার দেবেন, হ্যাটস অফ টু ইউ নোলান!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।