আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ছাত্রশিবিরের হামলা, ভাংচুর

এবার চট্টগ্রামে পুলিশের ওপর শিবিরের হামলা চট্টগ্রামের ষোলশহরে ছাত্রশিবির কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে। এ সময় শিবিরকর্মীরা পুলিশ ভ্যানসহ কয়েকটি বাসে আগুন দেয় এবং সিএনজি অটোরিকশা ভাংচুর করে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ৭ জন আহত হয়েছেন। রোববার সকাল ১০ টায় শিবিরকর্মীরা মিছিল নিয়ে বের হয়ে পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। এসময় তারা পুলিশের একটি ভ্যান ও তিনটি বাসে আগুন দেয়।

তাদেরকে বাধা দিতে গেলে পুলিশ সদস্যরা আহত হন। এরপর পুলিশের বাধার মুখে মিছিলটি শহরের প্রবর্তক মোড়ে এলে তিনটি সিএনজি অটোরিকশা ভাংচুর করা হয়। এতে ২ জন সিএনজি চালক আহত হন। এসময় শিবিরকর্মীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়েও ভাংচুর চালায়। এর প্রতিবাদে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধাঘন্টা রাস্তা অবরোধ করে টায়ারে আগুন ধরিয়ে দেয়।

এলাকায় প্রচুর পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.