জয়ন্তিয়ায় বটতলে করছি ধ্যান সবই ভুলে মানুষেরা কেমন হলে সর্বনাশের হাওয়ায় দোলে প্রকৃতিরে মেরে ফেলে মনেরে শুধাই তাই তাদের থেকে প্রকৃতির কি কোন রক্ষা নাই? পিয়ান নদী গেছে মরে পাথর খেকোর অনাচারে নদীমুখে গর্ত খুড়ে সেই গর্ত পানিতে ভরে তাই নদীর পানি নাই নদীপাহাড় বনভূমি করছে তা বিরানভূমি এর কোন জবাব নাই পাথর তোলার নামে পাহাড়গুলো গর্ত খুড়ে জলাভূমি হলো নদীর পানি নষ্ট করে যত্রতত্র মলমূত্র ত্যাগে করছে বিস্তার নানান রোগে নানা অসুখ স্বাস্থ্য হানি আনছে তারা জোরছে টানি আরও করছে হানাহানি পাইতে দথল পাথর খনি তাই ভাবছি বসে বটতলাতে অপকর্মে কি লাভ তাতে মানুষ নামের মানুষগুলো কি করে যে মানুষ হলো ভাবনাগুলো মোর এলোমেলো ভুলে গিয়ে নিজ স্বার্থগলো যদি সবাই ভাবত প্রকৃতিকে বাচাতে হবে দেশকে সমৃদ্ধ করতে হবে এমনই দেশ গড়তে হবে সবাই যেথা সুখি রবে হক যত পরিশ্রম ঝরুক যত ঘাম যদি করি কাজ দিবানিশি সকল দেশের চাইতে বেশি হইবে এই দেশেরই সুনাম বিশ্ববাসী তখনই মোদের করিবে প্রনাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।