আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তান নিপাত যাক

৫২-এর ভাষা আন্দোলনে আমার কোন পিতামহ বা প্র-পিতামহ মারা গেছে বলে শুনি নাই; ৭১-এর যুদ্ধেও আমার কোন নিকট আত্ত্বীয় মারা যায় নাই। আমার মা- খালা বা ফুফুকে ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয় নাই। আমার আপন কোন মামা কাকাও যুদ্ধে মারা যায় নাই। আমাদের ঘরে যুদ্ধে মারা যাওয়া কারো ছবি ফ্রেমে বাধাই করে টাঙ্গানো নেই। বছরের একটা দিন সবার বেশি করে মন খারাপ হয় সেই রকম কিছুও আমাদের বাসায় নেই।

কোন পাকিস্তানিদের সাথে ব্যক্তিগত কোন দ্বন্দ্ব নাই; কেউ আমার কোন ক্ষতি করে নাই যার কারনে তার প্রতি আমার বিদ্বেষ থকতে পারে। ৭১-এর যুদ্ধ নিয়ে ব্যক্তিগতভাবে গর্ব করে বলার কিছু নাই আবার লজ্জা পাবার কিছুও নাই। তারপরেও এই কুত্তার জাত পাকিস্তানিদের প্রতি আজন্ম ঘৃনা থাকবে। যখন পড়ি ঢাকা ভার্সিটির মেয়েদের হোস্টেলে গেইট ভেঙ্গে একদল হানাদার বাহিনী ঢুকতেছে; ভিতরে আসহায় মেয়েরা একজন আরেকজন-কে জড়িয়ে ধরে আল্লাহ আল্লাহ নাম ডাকতেছে আমার দম বন্ধ হয়ে আসে, আমি আর পড়তে পারি না। কেন???? ওইখানে তো আমার কোন আত্ত্বীয় ছিল না।

যখন পড়ি সাথীদের নাম আদায়ের জন্য বন্দী মুক্তিযোদ্ধাদের নখ উপড়ে ফেলা হচ্ছে আমার চোখে জল চলে আসে ; কেন আসে? ওই মুক্তিযোদ্ধা তো আমার কেউ না। যখন পড়ি সারারাত অমানসিক নির্যাতন করে মেয়েদের শরীরে বিভিন্ন অংশ কেটে ফেলছে আমি সহ্য করতে পারি না। আকাশের দিকে তাকাই। ওই উপরে না অনেক দয়াশীল একজন থাকে যে তার বান্দাদের অনেক ভালোবাসে। কোথায় ছিলেন উনি তখন?(আল্লাহ মাফ করো)।

এই আমি আজীবন পাকিস্তানিদের ঘৃনা করে যাব; অসাম্প্রদায়িকতার ধুয়া তুলে যারা পাকিস্তানিদের ক্ষমা করার মহত্ত্ব দেখাতে চায় তাদের ব্যাপারে কিছু বলার নাই। পাকিস্তানিদের ঘৃনা করাই আমার দেশপ্রেম। এইটা যদি আমার সাম্প্রদায়িকতা হয়,আমি এইটা নিয়েই বাচতে চাই। পাকিস্তানি জাতি পৃথিবী থেকে নিপাত যাক, তবে তার আগে যেন তারা তাদের প্রাপ্য শাস্তি পেয়ে যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.