আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্নের দামের সাথে তাল মিলিয়ে বাড়ছে সিগারেটের দাম।সেই সাথে বাড়ছে হাহাকার।দেখা যাক ভবিষ্যতে কি হয়…

¤¤ ২০২০ সাল - সিগারাটের মুল্য বৃদ্ধিতে জেলায় জেলায় হরতাল,মানবন্ধন,বিক্ষোভ কর্মসূচি পালিত। দাবি মেনে না নিলে দেশ অচল করে দেওয়ার হুমকি। ¤¤ ২০৫০ সাল - এক প্যাকেট সিগারেট ভাগাভাগির জের ধরে দুই পক্ষের মধ্য তুমুল সংঘর্ষ। পূরুষ শূণ্য হয়ে পড়ছে এলাকা ¤¤ ২০৮০ সাল - ঢাকার অদূরেই গড়ে উঠেছে অমুক আবাসিক এলাকা। নাগরিক সকল সুবিধা পেতে এখনি প্লাট বুকিং করুন মুল্য এক প্যাকেট বেনসন সিগারেট।

¤¤ ২১০০ সাল - যৌতুকের টাকার কারনে ভেঙ্গে গেল কোটিপতি বাবার একমাত্র কন্যার বিয়ে। ছেলের দাবি ছিল এক প্যাকেট গোল্ডলিফ সিগারেট। ¤¤২১৫০ সাল - বরাবরের মতই এবার ও ফুটবল বিশ্বকাপ জয় করল বাংলাদেশ। প্রাইজমানি হিসেবে বাংলাদেশকে এক কাটুন সিগারেট দেওয়া হবে। ঘোষনা দিল ফিফা।

¤¤ ২৫০০ সাল - দেনার দায়ে বিক্রি হয়ে যাচ্ছে এক সময়ের ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। বিবিসির বরাত দিয়ে জানা যায় দেশটির বিক্রয় মুল্য এক প্যাকেট আবুল বিড়ির সমপরিমান। ¤¤ ৩০০০ সাল - ৩০০ ফুট মাটির নিচ থেকে বিপুল পরিমান খনিজ পদার্থ উদ্ধার। জানা যায় যে প্রায় হাজার বছর আগের ব্যবহৃত সিগারেটের ছাই বর্তমানে খনিজ পর্দাথ হিসেবে বিবেচিত। courtesy: এহসান আল জাদিদ (ফেবু থেকে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.