আমাদের কথা খুঁজে নিন

   

রূপগঞ্জে স্বর্নের দোকানে সন্ত্রাসী হামলা

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে এক স্বর্নের দোকানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা দোকানমালিককে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা স্বর্নলংকার সহ লুট করে প্রায় ৬ লাখ টাকার মালামাল।

এ সময় ভাংচুর করা হয় দোকানটিও। আজ দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে।

দোকান মালিক নাসির হোসেন জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৮নং ওয়ার্ডে অবস্থিত তার স্বর্নের দোকান মা জুয়েলার্সে গত কয়েতদিন যাবত স্থানীয় চাঁদাবাজ শাহিন, রাজা সহ আরো কয়েকজন ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিল।

চাঁদার টাকা আদায়ের জন্য রবিবার দুপুর আড়াইটার দিকে উল্লেখিত সন্ত্রাসীরা দলবল নিয়ে আবারো তার দোকানে আসে।

এ সময় নাসির চাদা দিতে অস্বীকার করলে পিস্তল বের করে তারা তাকে এলোপাথারীভাবে মাথায় আঘাত করে সিন্দুকের চাবি ছিনিয়ে নেয়। পরে তার সেখান থেকে নগদ ৮৬ হাজার টাকা ও ১২ ভরি স্বর্নলংকার সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুটে নেয়। পরে তারা দোকানটিতে ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন স্বর্নের দোকানের মালিক নাসিরউদ্দিন।

    

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.