আমাদের কথা খুঁজে নিন

   

বিচ্ছিন্ন ঘটনার শেষে উদ্ধার পরাগ মণ্ডল

দেখা যত ছবি, শোনা যত শব্দ, হৃদয়ের সব উপলব্ধি, আর যত এলোমেলো ভাবনা অবশেষে নানা ঘটনা পেরিয়ে অপহরণের তিনদিন পর কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর বসিলা এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। র‌্যাবের একটি সূত্র এ তথ্য দেয় এর আগে গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের এই শিশুকে অপহরণ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। তিনদিন পর আজ তাকে উদ্ধারের পর তার বাবা বিমল মণ্ডলের কাছে শিশু পরাগ মণ্ডলকে হস্তান্তর করা হয়েছে।

ওই দিন অপহরণকারীদের গুলিতে আহত হন পরাগের মা লিপি মণ্ডল (৩৩), বোন পিনাকি মণ্ডল (১১) ও গাড়িচালক নজরুল ইসলাম (৩৫)। তবে আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে উদ্ধারকার্যে সফল হলেও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় "আল্লাহর মাল" এর উপমা দিয়ে অপহরণকে একটা "বিচ্ছিন্ন ঘটনা" বলার প্রয়াস পেয়েছেন যা আমাদের কাম্য না। দুনিয়ার সব মালের মালিক আল্লাহ্‌ হলেও তিনি তাঁর রক্ষনাবেক্ষন তথা মালিকানা মানুষকেই দিয়েছেন, তাকে বানিয়েছেন সৃষ্টির সেরা। আর তাই চোখ বুজে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ মানুষের নাই। আশা করি কর্তাব্যক্তিরা নিজ মন্তব্বে সতর্ক হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।