আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের এক ভয়ংকর নদীর নাম 'কালী নদী' এর কারণ একটি মাছ "GOONCH CATFISH"

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন ভারতের এক ভয়ংকর নদীর নাম 'কালী নদী'। ১৯৯৮ সালের এপ্রিল মাসে এক যুবক সাঁতার কাটতে ছিল হটাৎ করে তার প্রেমিকা ও অনেক প্রত্যক্ষদর্শীর চোখের সামনেই সে পানির নীচে অবিশাস্যভাবে হারিয়ে যায় আর উপরে উঠে না। তিন দিন ধরে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বড় বড় জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজেও আর পাওয়া যায় নাই কোন হদিস। এর তিন মাস পর একই নদীর অন্য এক ঘাটে এক পিতার সামনে হারিয়ে যায় একটি শিশু বালক। এক্ষেত্রেও মৃতদেহের কোন অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যায় নাই।

এই দুটি ঘটনার পর হিন্দু সমাজে নানা কুসংস্কারের ঢেউ উঠে। বিশ্বাস বাড়তে থাকে অজানা শক্তির উপর যাকে তারা দেখতে পায় নাই। দেখতে পাবে কি করে এই ঘটনার মহানায়ক বা খলনায়ক ছিল পানির নীচে থাকা একটি প্রাণী আমাদের মাগুর মাছের মত একটি ক্যাট ফিস "GOONCH CATFISH" যা পরবর্তীতে তদন্তে বেড় হয়ে আসে। এই মাছগুলি অনেক বড় এবং মাংসাশী প্রকৃতির হয়ে থাকে। প্রকৃতপক্ষে এই কালী নদীর তীরে হিন্দু অধ্যুষিত ভারত ও নেপালের অনেক শ্মশান রয়েছে যেখানে মৃতদেহ পোড়ানো হয়।

এই নদীর পানি দিয়ে আবার সেই ছাই ভস্ম ধৌত কর হয় আর এতে সেই মৃতদেহের অর্ধ পোড়া দেহ, শরীরের অনেক নরম অংশ এই নদীতে গিয়ে পড়ে। আর মৃত মানুষের মাংস খেয়ে খেয়ে এই GOONCH CATFISH গুলি অতিকায় বৃহৎ হয়ে থাকে। আর মানুষের মাংসের স্বাদ এই মাছগুলিকে জীবিত মানুষ আক্রমণ করে খেতে উত্সাহিত করে। আমাদের দেশে থাইল্যান্ডের মাংসাশী মাগুর নিয়েও কিছু গল্প বা কথা প্রচলিত আছে। তথ্য ও ছবিঃ ইন্টারনেট মাইন রানা "প্রাণিজগতের অজানা রহস্য"  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.