আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ ডি-এইট সম্লেলনে যাচ্ছেন না আমাদের প্রধানমন্ত্রী। আমি জানিনা এতে আমাদের কতটুকু ক্ষতি হবে, তবে এটি একটি সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি, যদিও আওয়ামিলীগ বা শেখ হাসিনা কাওকেই আমার তেমন ভাল লাগে না। আজ-কাল এমনিতেই সরকার অনেক বেকায়দায় আছে তার উপর যদি মাননীয় প্রধানমন্ত্রী পাকিস্তান যেতেন তাহলে অনেক সমালোনায় পড়তেন। তবে তিনি না গেলেও তার প্রতিনিধি হিসাবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যাচ্ছেন এবং তিনিই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আমার মনে হয় এতে সাপ ও মরল লাঠি ও ভাঙ্গলো না......ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।