অনেকদিন ধরে উশখুশ করতেছিলাম এন্ড্রয়েডের জন্য। মোটামুটি এক সপ্তাহ নেট ঘাইটা চয়েস করলাম সনি এরিক্সন এক্সপেরিয়া মিনি প্রো। ভালোই চলতেছিলো কিন্তুক এক মাস পর আবার শুরু হইলো উশখুশ। একে তো স্ক্রিন ছুডু তায় আবার ব্যাটারি ব্যাকআপ ও বেশিক্ষন পাই না। আবার সিদ্ধান্ত নিলাম মোবাইল পাল্টামু।
এইবার আরো কিছু বাজেট বাড়াইয়া নিলাম সনি এক্সপেরিয়া পি। এইবার দিল খুশ। ৪ ইঞ্চি স্ক্রিনে দুনিয়াডা বড় বড় দেহা যায়। আগেরডার তুলনায় বহুত বেটার। স্পেসিফিকেশন দিয়া পুস্ট বড় করলাম না।
স্পেসিফিকেশন লাগলে এইখানে গুতান।
এইডার ডিসপ্লেতে নাকি নতুন হোয়াইট ম্যাজিক টেকনোলজি ব্যাবহার করা হইসে যা কিনা আরো পরিস্কার ও স্বচ্ছ ডিসপ্লে এবং একই সাথে পাওয়ার কনজাম্পশন কমায়। হাছা মিছা জানি না তয় ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো পাই এইডা হাছা কতা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।