আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিম এর অভাগা খেলোয়ার দের গল্প । পর্ব - ১

বাংলাদেশ টেস্ট স্টেটাস পাওয়ার পর থেকে প্রায় সব গুলো খেলা দেখেছি । তখন থেকে আজ অবধি জাতীয় দলে অনেকের অভিষেক হয়েছে , তার মধ্যে কিছু খেলোয়ার ছিলেন যারা এক বা দুই ম্যাচ খেলেই বাদ পরে গেছেন এবং আর কোনদিন জাতীয় দলে খেলার সুযোগ পান নি । অনেকে হয়ত তাদের নামই ভুলে গেছেন । সেই সব অভাগা খেলোয়ার দের নতুন করে পরিচয় করিয়ে দিতে আমার এই প্রচেষ্টা । আজ আমি যার কথা বলব সে বাংলাদেশ এর অভিষেক টেস্ট ম্যাচ এ দলে ছিলেন ।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেটাই হয় তার জাতীয় দলের হয়ে প্রথম ও শেষ খেলা । বিকাশ রন্জন দাশ ( বর্তমানে ইসলাম ধর্ম গ্রহন করে মাহমুদুর রহমান ) ভারতের সাথে অভিষেক টেস্ট এ ওপেনিং বোলিং করেন । বাম হাতি ফাস্ট মিডিয়াম বোলার ছিলেন , বোলিং করার সময় ছোট করে একটা লাফ দিয়ে বল করতেন । আমার এখনও মনে আছে তাকে যখন প্রথম বল করতে দেখি প্রচন্ড পরিশ্রম করে বল করতে দেখেছি । একবারে খালি হাতে তাকে বিদায় নিতে হয় নি , কেরিয়ার এ একমাত্র উইকেট পেয়েছিলেন প্রথম ইনিংস এ ।

ভারতের ওপেনার সাদাগোপান রমেশ কে বোল্ড আউট করে পেয়েছিলেন প্রথম উইকেট । বাংলাদেশ ২য় ইনিংস এ ভাল করতে না পারায় ২য় ইনিংস এ বল করার তেমন সুয়োগ হয় নি । সব মিলিয়ে ২২ ওভার বল করে ৭২ রানের বিনিময়ে ১ উইকেট পেয়ে ছিলেন । আর প্রথম ইনিংস এ ২৬ বলে ২ রান নিয়ে আউট হয়ে যান বিকাশ রন্জন দাশ । তখন কার সময় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট এর সভাব ছিল নতুন কোন খেলোয়ার এক ম্যাচ খারাপ খেললেই বাদ ।

বিকাশ রন্জন এর ক্ষেত্রে এটাই হয়েছিল । তারপর ঘরোয়া ক্রিকেট খেললেও তাকে আর জাতীয় দলে দেখা যায় নি । ২০০৪ সালে সর্বশেষ ঘরোয়া ক্রিকেট খেলে খেলোয়ারি জীবনের ইতি টানেন দেশের প্রথম টেস্ট ম্যাচ খেলা এই ফাস্ট বোলার । বিকাশ রন্জন দাশ তথ্যসুত্র : ক্রিকইনফো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.