আমাদের কথা খুঁজে নিন

   

প্রজার জীবন থেকে মুক্ত রাজা

Tomorrow is Ours আবুল কালাম আজাদ রাজা সাটুরিয়ার অধিবাসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উনিশতম ব্যাচের ছাত্র। পিতা-মাতা জীবিত না থাকায় কলেজ পর্যন্ত ছিলেন চাচাদের অধীন। বিশ্ববিদ্যালয়ে ঢুকে তিনি হয়ে পড়েন স্বাধীন। বাড়ি থেকে অফুরন্ত অর্থনৈতিক সহায়তা থাকায় যা খূশী করা সম্ভব হয়ে উঠে তার পক্ষে। ঠিক এমনি সময়ে তিনি ধুমপানে আসক্ত হয়ে পড়েন।

ধুমপান করেন অথচ রাজার প্যাকেট থেকে সিগারেটের শলাকা নেননি এমন বন্ধু জাহাঙ্গীরনগরে পাওয়া যাবে না। সেজন্য তার নামই হয়েছিল বন্ধু রাজা। ১৯৯২ সালে দিনে দুই শলাকা শুরু হলেও ২০১০ সালে এসে তা দুই প্যাকেটে স্থির হয়। এ বছরের প্রথম দিকে তিনি বিভিন্ন শারিরীক সমস্যায় ভুগে ধুমপান ছাড়ার চেষ্টা করেন। কিন্তু দুই দিনের বেশী টিকতে পারেন না।

সিগারেটের কাছে জিম্মি হয়ে পড়েন। অবশেষে একই বছরের শেষে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। ডাক্তার তাকে কড়া ভাবে বলে দেন, হয় সিগারেট ছেড়ে ওষুধ খাবেন, অন্যথায় প্রেসক্রিপশন ছিড়ে ফেলে দিবেন। স্ত্রী-সন্তানকে বলে দেন গার্ড দেয়ার জন্য, সে যেন সিগারেট না খেতে পারে। সিগারেট ধরে রাজা একসময় "রাজা" হতে চেয়েছিলেন, আজ সিগারেটের কাছে জিম্মি হয়ে তাকে প্রজার জীবন যাপন করতে হচ্ছে।

তিনি এ থেকে মুক্তি চান। অবশেষে তিনি শপথ করলেন নভেম্বর ২০১০ সাল থেকে তিনি আর ধুমপান করবেন না। রাজা তার প্রতিজ্ঞা রক্ষা করে চলেছেন দুই বছর ধরে। আসুন আবুল কালাম আজাদ রাজাকে আমরা অভিবাদন জানাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.