বিজ্ঞানী শিমুল ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইডঃ
আমার অনেকগুলা ল্যাঞ্জা আছে। এত ল্যাঞ্জা লুকামু কই? যার যার ল্যাঞ্জা আছে তারা ল্যাঞ্জাগুলা কই লুকাইয়া রাখছ? আমারে একটু পথ দেখাও। ল্যাঞ্জা লইয়া ভীষণ বিপদে আছি। সত্য কথা কইলেই বিভিন্ন ল্যাঞ্জার বহিঃপ্রকাশ ঘটে।
যখন আওয়ামী কিছু মতামত ভালো লাগে এবং গ্রহণ করি তখন আওয়ামী ল্যাঞ্জার প্রকাশ ঘটে।
মাঝে মাঝে হেফাযতের কথা ভালো লাগে তখন হয়ে যাই হেফাযতে ল্যাঞ্জার অধিকারী। যখন আমি শাহবাগীদের অনেক কথা সাপোর্ট করি তখনতো আমার নামের সাথে নাস্তিক ল্যাঞ্জাই যোগ করে দেয়া হয়। বিএনপি জামাতের কোন কথা সাপোর্ট করলেতো ছাগু-রাজাকার ল্যাঞ্জা ছাড়া আর কোন পথ খোলা থাকেনা।
আমি সবাইকে পুরোপুরি সাপোর্ট করতে পারিনা, কিন্তু সবারই কিছু কিছু মতামত সাপোর্ট করি। হায়, হায়, হায়।
এখনতো আমার নামের পেছনে চুচিল ল্যাঞ্জাও ডুকে গেছে। হাহ, এখন আমার অনেক ল্যাঞ্জা। ল্যাঞ্জাগুলান হাইড করতে পারছিনা। এনি ওয়ান হেল্প প্লিজ..................। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।