আমাদের কথা খুঁজে নিন

   

‡আধুনিক পাদুকা শিল্প - পর্ব ২ ( ছবি ও ইতিহাস)‡

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে চলুন আজ আমরা দেখি আধুনিক পাদুকা শিল্পের ২য় পর্ব যা পরিপূর্ণ পাদুকার ছবি দ্বারা । আগের ছবির স্টক হতে খুব সীমিত সময়েই সব গুলো পাদুকা বিক্রয় হয়ে গিয়েছিল সুতরাং এবার কেউ কিন্তু দেরী করবেন না প্লিজ বুকিং দিতে । মনে রাখবেন "বুকিং দিবেন এখানে আর মাল পাবেন জাপানে" আমি কথা রেখেছি পাদুকা নিয়ে আবার এসেছি । ১। তারা মার্কা পাদুকা ঃ ২।

গুলতি মার্কা পাদুকা ঃ ৩। এই পাদুকা পড়লে আপনি কখনো হারিয়ে যাবেন না- স্পাই পাদুকা ঃ ৪। ঘাস স্পশীক পাদুকা- যেন ঘাস ফুলের নরম ছোঁয়া ঃ ৫। আই টি পাদুকা- শুধুমাত্র কম্পিউটার এক্সপার্টদের জন্য ঃ ৬। বক্সিং পাদুকা- বক্সারদের জন্য ঃ ৭।

কুত্তার ব্যকা লেজ পাদুকা- ঘাড় তেড়া রমণীদের জন্য ঃ ৮। সাল্টু মার্কা পাদুকা- ঃ নন ব্যান্ডেড অন্যান্য পাদুকা সমগ্র - আগের পর্বের পাদুকা সমগ্র যারা মিস করেছেন তারা নিচের লিঙ্কে ক্লিক করুন - ‡‡আধুনিক পাদুকা শিল্প - পর্ব ১ ( ছবি ও ইতিহাস)‡‡  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।