আমাদের কথা খুঁজে নিন

   

মেঘলা আকাশ ও বাল্য স্মৃতি

আমরা যখন ছোট বেলায় দাদীর বাড়িতে অর্থাৎ পার-ফরিদপুরে যেতাম তখন অনেক সময় আকাশ এ রকম মুখ ভার করে থাকতো। বড় আপা তখন স্কুলের ছাত্রী। রাত্রিতে তারা উঠলে বাড়ির সকলে মিলে তারা বাধার কাজে নেমে পড়তাম। এর নেতৃত্ব দিতেন বড় আপা। সুতা হাতে নিয়ে তিনি বলতেন ‘ এক তারা , দুই তারা, তারারাই সাত ভাই , বেধে ফেলি বড় ভাই , গরু মলো ঘাসে , রাখাল মলো ভাতে , কালকের রোদে পৃথিবী ফাটে।

’ এই কথা বলার সাথে সাথেই সুতায় গিট দেওয়া হতো। কালু ভাই , দারোগ মোল্লা , বাদলী ফুফু এরা আমাদের বাড়িতে কাজ করতেন। তারাও এতে খুবই উৎসাহী হয়ে বলতেন কাল নিশ্চয়ই রোদ উঠবে। সবার বিশ্বাস ছিল পরদিন রোদ উঠবে। অনেক সময় হতোও তাই।

বড় আপা এস এস সি পাশ করেছেন ১৯৬৩ সালে। এসব ঘটনা তারও আগের। লেখকঃ সাবেক জেলা ও দায়রা জজ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।