আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ভেজা সন্ধ্যা.....

নীল আকাশে উড়ে বেড়ায় স্বপ্ন রঙীন ইচ্ছে ডানায় বেশ কাপুনি ধরে গেল, ওফ কি অসহ্য অসময়ী বৃষ্টি রে বাবা! ক'দিন আগে ডান পায়ে হাল্কা চোট পেয়ে অস্ততিতে আছি তারওপরে এই বেকায়দা বৃষ্টি! হাটতে চরম অসুবিধে হচ্ছে। সন্ধ্যার পর এমন অলুক্ষনে বৃষ্টি কিছুতেই মানতে পারছি না, আর আপিস ছুটির পর বাড়ি ফেরার জন্য একটিও রিকশা, গাড়ি না পাওয়াতে নিজের ভিতরে ক্ষোভটা আরও বেড়ে গেল। নেই রাস্তার এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই । কাক ভেজা হয়ে একটা রিকশা চালক আসতেছে দেখে ভেতরে ভেতরে খুব খুশি হলাম, কিন্তু নাকের ডগার পাশ দিয়ে যখন ক্রিং ক্রিং বেশ বাজিয়ে টুক করে চলে গেল তখন হা করে চেয়ে থাকলম রিকশাটির চলে যাওয়া পথের দিকে। রিকশাকে থামাতে ইশারা করতে গিয়ে বেশ খানিকটা ভিজে গেলাম।

হুম, তাতেও কিছু যায় আসে না যদি রিকশা পেতাম , কিন্তু ভেজায় সার হল। ছোট্ট একটা দৌড় দিয়ে একটা বিল্ডিংয়ের দেয়াল ঘেষে দাড়ালাম বৃষ্টির ভয়ে, তবু বাতাসের ঝাপটায় পায়ের নিচের দিকটা ভিজে গেল। অস্থির হয়ে কোন লাভ নেই জেনে শান্ত থেকে আরও কিছুটা দেয়ালের সাথে লেপ্টে থাকতে চেষ্টা করলাম। বেশ শীত লাগছে, শীত লাগায় স্বাভাবিক কারণ শীত তো পড়েই গেছে। এমন সময় কে যেন আমার দেখাদেখি বিল্ডিংয়ের দেয়ালের ধারে এসে দাড়াল।

তাকিয়ে দেখার চাইতে নিজেকে সামলাতে ব্যস্ত ছিলাম, ওমনি একটা মেয়ে কন্ঠ বলে উঠলো- ওফ কি অসহ্য বৃষ্টি! ............ বাকিটা আরেকদিন লিখবো .......... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.