আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলে মিথেন গ্যাস পায়নি নাসার মঙ্গলযান কিউরিওসিটি

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার মানুষের নাগালে আসা সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গলে মিথেন গ্যাস পায়নি নাসার মঙ্গলযান কিউরিওসিটি। নাসার মহাকাশ বিজ্ঞানীদের সামপ্রতিক অনুসন্ধানে এ তথ্য বেরিয়ে এসেছে। এর ফলে 'মঙ্গলে মিথেনের অস্তিত্ব রয়েছে' এমন ধারণার অবসান ঘটতে চলেছে। অনুসন্ধান দল মঙ্গলে তিন মাসের গবেষণা নিয়ে একটি বায়ুম-লীয় রিপোর্ট প্রকাশ করেছে। প্রকাশিত রিপোর্টে মঙ্গলে মিথেনের অস্তিত্ব মেলেনি বলে উল্লেখ করা হয়েছে।

মঙ্গল গ্রহে মিথেনের অস্তিত্বের বিষয়টি এখনো মৃত নয়, তবে নাসার সামপ্রতিক অনুসন্ধান এ সংক্রান্ত পূর্ববর্তী তত্ত্বের কফিনে প্রথম পেরেক। মঙ্গলে পাঠানো নাসার কিউরিসিটি রোভার সেখানে মিথেনের কোন অস্তিত্ব পায়নি। গত শুক্রবার বিজ্ঞানীরা আত্মবিশ্বাসের সঙ্গে এ কথা ঘোষণা করেন। যদিও কিছু গবেষণার ক্ষেত্র পর্যালোচনা করে বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলে মিথেন না পাওয়ার সম্ভাবনা ৯৫ ভাগ। ক্যালিফোর্নিয়ার প্যাসাডোনায় অবস্থিত জেট প্রোপালসন ল্যাবরেটরির বিজ্ঞানী ও টুনেবল লেজার স্পেক্ট্রমিটারের (টিএলএস) প্রধান অনুসন্ধানকারী চেরিস ওয়েবস্টার এ প্রসঙ্গে বলেছেন, 'মূল কথা হচ্ছে মঙ্গলে মিথেন না পাওয়ার গবেষণায় আমরা অনেক দূর এগিয়েছি।

' 'মঙ্গলে গবেষণায় এ পর্যন্ত এটি একটি চমক' হিসেবেও অভিহিত করেন এ বিজ্ঞানী। সূত্রঃ সায়েন্সটেক  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.