আমাদের কথা খুঁজে নিন

   

কেবলি একটি শব্দ বেজে উঠে

যদি ঠাঁই দিলে তবে কেন আজ হৃদয়ে দিলে না প্রেমের নৈবদ্য জনপদে ড্রোন হামলার বিকট আওয়াজ অজস্র মৃতের আর্তনাদ আকাশে উড্ডীন জঙ্গি বিমানের উড়ন্ত শব্দ মাটিতে জনপদের হৈ হুল্লোড় পানশালায় মহুয়ার মাটির বোতলে আকণ্ঠ নিমজ্জিত যুবকের দীর্ঘশ্বাস কোন এক চৈত্র সংক্রান্তির রাত্তিরে ভালোবাসায় আবৃত যুবতির শীৎকার পথে পথে বিবাগী বাউলের আধ্যাত্মিক সাধনার সুর-ঝংকার নাগরিক কনসার্টের ধুন্ধুমার মেটাল আওয়াজ কিংবা দিকে দিকে গুলির শব্দ, গলিতে গলিতে ছিনতাই হয়ে যাওয়া ধনাঢ্যের আর্তচিৎকার আর পতিত রাজনীতির লোভাতুর কর্মীর ক্লেদাক্ত শ্লোগান কোন কিছুই না, কোন কিছুই না!!! বাসন্তী মেলায় বাসন্তী উৎসব-শব্দের মায়াবী আলোড়ন নচিকেতা -ওয়ারফেস-আর্টসেলের গীটারের সুর লহরী হঠাৎ নীরার জন্য নীল লোহিতের কাব্যিক জলসার নিঃশব্দ আকুতি জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের শূন্য হাহাকার প্রেমকাতর সদ্য কৈশোরের প্রগলভতা আর আরণ্যক কোন এক যুবতির ভুবনভুলানো হাসির উচ্ছলতা অথবা নিভৃত তিমির রজনীতে টুপটাপ জ্যোৎস্না ঝরে পড়ার অলৌকিক শব্দ কোন কিছুই আর আমার কর্ণ কুহরে বেজে উঠে না! কোন কিছুই আমার হৃদয় তন্ত্রীতে শব্দ সুষমা পায় না আমার দু'কানে কেবলি একটি শব্দ তামাম দুনিয়া জুড়ে ইস্রাফিলের শিঙ্গার মতন আনবিক বিস্ফোরণের অনন্ত শব্দের মতন দ্রিম দ্রিম করে বেজে উঠে - " আজ গণপ্রতিরোধ চাই" " আজ গণমিছিল চাই" " আজ গণবিপ্লব চাই" আমার হৃদয়ের তন্ত্রীতে কেবলি দ্রিম দ্রিম করে বেজে উঠে- " আজ গণপ্রতিরোধ চাই" " আজ গণমিছিল চাই" " আজ গণবিপ্লব চাই"

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।