আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ভাষায় দাবা শিখুন

দাবা শেখান ও শিখুন। বাংলা ভাষায় দাবা চর্চার ইচ্ছে জাগলো হঠাত। ভাবছি একটা লেকচার সিরিজ নামাবো। ইন্টারনেটে ইংরিজি ভাষায় অনেক ভালো দাবা সংক্রান্ত জিনিস পত্র আছে, কিন্তু সার্চ করে দেখলাম বাংলায় তেমন কিছু এখনও পর্যন্ত নেই। সেই ফাঁক যদি কিছুটা পূরণ করতে পারি এই ভাবনা নিয়ে আকাউন্ট টি খুললাম।

হয়তো কোথাও লুকিয়ে আছে বাংলায় দাবার রত্নভান্ডার, কিন্তু আমি কোন কারনে খুঁজে পাইনি। আপনাদের জানা থাকলে দয়া করে কমেন্ট সেকশনে জানান। । আমি খেলাটি তে এক্সপার্ট নই, তবে দীর্ঘ দিনের ভালোবাষা বশতঃ একটু একটু করে অনেক কিছু শিখেছি। এবং আমার মনে হল সেই শেখা শেয়ার করার জন্য ইন্টারনেট ই চবচেয়ে ভালো মাধ্যম।

একদম বিগিনার দের টার্গেট করে প্রাথমিক লেখা গুলো লিখব। ১০-২০ টা মতো ছোটো লেকচারেই হয়ে যাবে। তারপর লোকজন এর মতামত প্রতিক্রিয়া দেখে পরের স্তর এর লেখার কথা ভাবা যাবে। যারা খেলা টা শিখতে উতসাহী থেকে শুরু করে যারা খেলা টা প্রাথমিক স্তরে খেলতে জানেন, বা একটু আধটু খেলেছেন বা খেলেন, কিন্তু কখনও চর্চা বা পড়াশুনা করেননি তারা সবাই এই লেখাগুলো থেকে উপকৃত হবেন এই আশা রাখি। একটু উচ্চস্তরের খেলোয়াড়রা হয়ত নতুন কিছু শেখার পাবেন না, তবে তাদের কেও পড়তে অনুরোধ করব।

পড়ুন, লিখুন এবং লেখা গুলোকে কি ভাবে আরও ভালো করা সম্ভব সেই নিয়ে মতামত দিন। শিক্ষানবিশ খেলোয়াড়রা পাঠ্য কিছু বুঝতে না পারলে নির্দিধায় প্রশ্ন করুন, যারা উত্তর জানেন তারা উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। আমিও আমার সাধ্যমতো চেষ্টা করবো। আমি বাংলায় টাইপ করতে খুব একটা অভ্যস্ত নই, তাই ভাষার ভুলত্রুটি মার্জনা করবেন। আপাতত খুব ধীর গতিতে অনেক কষ্টে টাইপ করছি।

আশা রাখছি আস্তে আস্তে অনেক দ্রুতগতিতে টাইপ করতে পারবো। দাবার অনেক ইংরিজি শব্দের বাংলা প্ব্রতিশব্দ খুজে পেতে সমস্যা হতে পারে। এরকম ক্ষেত্রে আমি আসল ইংরিজি শব্দ টা সাথে সাথে লিখে দেবো। এটা একটা লম্বা প্রজেক্ট হতে চলেছে। তাই লেখা শুরু করার আগে পড়ার মতো উতসাহী একটা প্লাটফর্ম চাইছি।

পাঠক দের মতামত আমার কাছে খুব গুরুত্ত্বপূর্ণ। আপনারা মতামত দিন। আমার লেখা টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।