আমাদের কথা খুঁজে নিন

   

সোজা বাংলা ভাষায় বলছি

বাস্তবতায় আপনাকে স্বাগতম দেশ কোথায় যাচ্ছে ওই প্রশ্নটা বুঝি করে আর লাভ নেই, কারন আরো কতটা নিচে গেলে যে রসাতলের সঠীক ঠিকানা পাওয়া যাবে, তা বুঝি এক স্রষ্টাই বলতে পারবেন। আজকাল পত্র পত্রিকা পড়াই বাদ দিয়েছি, কারন কোন আশাবাদি কথা খুজে না পেয়ে কতিপয় গবাদি পশুপ্রানি দেশটাকে কি করছে তাই দেখতে পাচ্ছি। যাক গে ওসব কথা বাদ দিলাম, বলা ত যায় না, কবে ইলিয়াস সাহেব এর মত আমাকেও তুলে নিয়ে যায়, জীবন নিয়ে চলা ফেরাই দায়। তবুও ঘড়ির কাটা চলছে, পদ্মা সেতু হচ্ছে, মানুস বিশ্বাস হারাচ্ছে এবং ঘুরে ফিরে দুই বয়স্ক নারী বেড়ালের মদ্ধে কার গলায় সরকার নামের ঘন্টি বাধা হবে তাই নিয়ে জল্পনা কল্পনা চলছে। ভালই তো, করুন, করতে থাকুন, নিজেই ভোট দিবেন, দিয়ে সারা বছর গালাগালি করবেন, এরচে মজার কান্ড আর কিছু আছে? আগে ভাবতাম, মানুষ বুঝি সচেতন হতে চায়, যা দেখলাম, সবাই নিজের আখের গোছাতে ব্যাস্ত। গোছান আপনার মাল সম্পত্তি, পালাবেন কোথায়? মনে রাখবেন, দেশ রসাতলে গেলে আপনি একা বেচে যাবেন, এ চিন্তা করবেন না। দেশের জন্য আপনাকে কেউ জীবন দিতে বলছে না, আশে পাশের রাস্তা ঘাট দেখুন, নিজের এলাকা উন্ন্যয়ন এ নিজে এগিয়ে আসুন, আপনার সাথে আরো দশজন কে আনুন, যেখানে সেখানে ময়লা না ফেলে জায়গা মত ফেলুন, আপনার এসব ছোট ছোট কাজ ধিরে ধিরে আপনার দেশের চেহারা বদলে ফেলবে। সরকার তো আমাদের ই প্রতিনিধি, আমরা না বদলালে তারা কি শুধু শুধু বদলাবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।