জীবন তো শুধু একটাই, তার মধ্য থেকে খুজে নিতে হবে ভালো কিছু, এবং ভালো মানুষ...... জার্মান ভাষায় পিতা শব্দটি হচ্ছে "ফ্যাট্যা"।
ড্যানিশ ভাষায় "ফার"।
আফ্রিকান ভাষায় ‘ভাদের’ হচ্ছেন পিতা!
চীনে ভাষায় চীনারা আবার ‘বাবা’ কেটে ‘বা’ বানিয়ে নিয়েছে!
ক্রী (কানাডিয়ান) ভাষায় পিতা হচ্ছেন ‘পাপা’।
ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পিতা ডাক হচ্ছে ‘পাই’।
ডাচ ভাষায় পাপা, ভাডের আর পাপাই এই তিনটি হচ্ছে পিতা ডাক।
সবচাইতে বেশী প্রতিশব্দ বোধহয় ইংরেজি ভাষাতেই! ইংরেজরা পিতাকে ডাকেন, ফাদার, ড্যাড, ড্যাডি, পপ, পপা বা পাপা!
ফিলিপিনো ভাষাও কম যায় না, এই ভাষায় পিতা হচ্ছেন তাতেই, ইতেই, তেয় আর আমা।
হিব্রু ভাষায় পিতা হচ্ছে ’আব্বাহ্’।
হিন্দি ভাষার পিতা ডাকটি পিতাজী!
ইন্দোনেশিয়ান ভাষায় অর্থাৎ সেই ‘বাহাসা ইন্দোনেশিয়া’য় যদি পিতা ডাকি তাহলে সেটা হবে- বাপা কিংবা আইয়্যাহ!
জাপানিরা তাদের ভাষায় পিতাকে ডাকেন- ওতোসান, পাপা।
পুর্ব আফ্রিকায় অবশ্য পিতাকে ‘বাবা’ ডাকা হয়!
হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও পিতা শব্দের অনেকগুলো প্রতিশব্দ আছে, যেমন- আপা, আপু, এদেসাপা।
বাংলা ভাষায় বাবা বা আব্বা।
সুত্র: wikipedia ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।