জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
বইয়ের নাম : ছোটগল্পের কথা
লেখক : ভুদেব চৌধুরী
প্রকাশক : পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি
মূল্য : ১৫ টাকা (এখন কত দাম হয়েছে কে জানে)
ছোট একটা বই। কিন্তু চমৎকার আলোচনা।
গল্পের ইতিহাস, সারা বিশ্বে গল্প সাহিত্যের অবস্থা এবং বাংলা সাহিত্যে ছোট গল্পের অবস্থা নিয়ে চমৎকার আলোচনা। মাত্র তিনটি অধ্যায়ে আলোচনা শেষ। তিনটি অধ্যায়ে নাম শুনলেই বোঝা যায় বিষয়বস্তু কী । যেমন :
গল্প : ছোটো গল্প : ছোট গল্প
ছোটগল্প-কলার পরিক্রমা : পথের দিশা
বাংলা ছোটগল্প : চালচিত্র
ভূমিকায় লেখক বলেছেন, ‘এ লেখা ফরমায়েশের ফসল। পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নির্দেশে তাঁদেরই কাছে মুখে মুখে পাওয়া ছক ধরে তিন ধাপে গড়া : ১. ছোটগল্পের শিল্পস্বভাব, ২. পৃথিবীর নানা ভাষায় তার উদ্ভব ও বিকাশের কয়েকটি মোটা দাগের খবর, আর ৩. বাংলা ছোটগল্পের কিছু বিবরণ।
’
সুতরাং যারা ছোটগল্প তথা কথা-সাহিত্য নিয়ে কাজ করেন, তারা এই বইটি পড়তে পারেন।
চলবে......
পর্ব -০১ । পর্ব -০২ । পর্ব -০৩ । পর্ব -০৪ ।
পর্ব - ০৫ । পর্ব -০৬ । পর্ব -০৭ । পর্ব -০৮ । পর্ব -০৯ ।
পর্ব -১০ । পর্ব -১২ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ ।
পর্ব -০৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।