আমাদের কথা খুঁজে নিন

   

ঘুড্ডির পাইলটের প্রথম সেলেব্রিটি প্রেম। সাথে সংযুক্তি জীবনের প্রথম লেখা প্রেমপত্রখানা ।

সামুর এক মাত্র সর্বাধীক বানান ভুল সম্পন্য ব্লগ ! মনে রাখবেন আপ্নে সামুর সবচাইতে বিপজ্জনক ও বদ ব্লগারের ব্লগে প্রবেশ করেছেন , আপ্নি দুষ্টু প্রকৃতির না হলে এখানে সময় নষ্ট কইরেন না । প্রথমে পটভুমি পড়তে হইবে। এরপর নিচের ছবি দেখতে হইবে আগেই নিচে নাইমা গেলে আমার বদনাম হইবো, সবাই বলবো ঘুড্ডির পাইলট ব্লগারগোরে নিচে নামায়া দিছে তখন আমার ঐ গানডা আবার গাইতে হইবে । "হয় যদি বাদনাম হোক আরও , আমি তো এখন আর নই কারও" পটভুমি : সবার জীবনে প্রেম আসে আমার জীবনে প্রেম আসছে ক্লাস ফাইবে থাকতে । আমার সেই স্বপ্নের রানী ছিলো একজন বাংলা সিনেমার নায়ীকা।

তার নাম ফরিদা আক্তার পপি। বর্তমানে একজন পপি নামের নায়ীকা আছে এই পপি সেই পপি না ! এই পপির দুই জন বোনও নায়ীকা ছিলো একজনের নাম সুচন্দা আর অরেকজনের নাম চম্পা । জি হ্যা আমি নায়ীকা ববিতা মেডামের কথা বলছি। তখন রেডিও তে খুলনা বেতার কেন্দ্র থেকে প্রচার হইতো " বিগ্গাপন তরঙ্গ " নামের সিনামার এডভেটাইজ । আর প্রতি শুক্রবারে বন্দরের একটা মিনি সিনেমা হল (সাদা কালো টিভি ১৭ ইঞ্চি) এ গিয়া দেখতাম সিনামা।

যেভাবে টিভিতে আমার স্বপ্নের নায়ীকারে দেখা যাইতো। মোবাইল ইউজার গন এখানে ক্লিকান এখানে আরও আছে গুগোল মামার কাছ থিকা নেওয়া ১৯৫৬ সালে যশোর জেলায় তার জন্ম হয় । আর আমার জন্ম হইছে ১৯৭৯ সালে আমার চাইতে ২৩ বছরের বড় । বয়সে কি আসে যায় ? তারে আমার ভালো লাগতো , "আলোর মিছিল" আর "মিস লংকা" সিনামা দেইখা আমি তখন পুরা দেওয়ানা। মোবাইল ইউজারগন ডংকা দেকতে এই খানে যান অন্তরে আজও বাজে ডংকা হায়রে হায় মিস লংকা !!!!!!!!!!!! দেখেন পাগল কি সাধে হইছিলাম ???????????? এইখানে গান ডা আছে আমার একখান মানিবেগ আছিলো তার মইদ্যে স্বপ্নের রানীর ছবি নিয়া ঘুরতাম।

মোবাইল ইউজার গন মানিবেগের ছবিডা দেহেন তখন আমার আর্ট শেখার গুরু "রানা ভাই" এর কাছে যাইতাম সুন্দর হাতের লেখা প্রশিক্ষনের জন্য । তার ফুসলানিতে আমার স্বপ্নের রানী রে একখান লাভলেটার লিখা ফালাইলাম। লাভলেটার ডা দেওয়া হইনাই তারে আজও, আনডেলিভারেড লাভলেটার রেখে দিছি আমার কাছে। মোবাইল ইউজার গন লাভ লেটার দেখেন সব প্রেমের ঘটনায় যেমন একটা ভিলেন থাকে ! আমার এই ঘটনায় ও একখান ভিলেন আছিলো। তখন ক্লাস সিক্সে পড়ি আমার দোস্ত সুমুইন্না আমার নায়ীকারে পছন্দ করা শুরু করলো, কয় কি হালায় ? আমি হইলাম নায়ক আর ববিতা মেডাম হইলো নায়ীকা অয় আমার নায়ীকারে পছন্দ করে বিষয়ডা মানতে পার্লাম না।

অই হালারও নাকি রাইতে ঘুম আসে না। দুনিয়ায় কি নায়ীকার অভাব পরছে ? অয় আমার নায়ীকার দিকে হাত বারাইছে ! এই হাত আমি রাখুম না ! অরে চান্স মতোন পাইয়া একদিন দিলাম সাইজ । সাইজ খায়া অয় বাপের নাম সহ আমার নায়ীকারে ভুইলা গেলো , তারপরও সাবধানতা অবলম্বন কইরা একখান চুক্তি পত্র তৈয়ার করলাম যাতে আমার নায়িকার দিকে আর চৌখ তুইলা না তাকায় । মোবাইল ইউজারগন এই খানে দেখেন চুক্তির সাক্ষি রাখলাম দোস্ত রহিম রে । দেহেন হালায় নিচের বাম কোনায় স্বাক্ষর করছে , আবার লেকছে " আমি দেখছি আজকে " মানে ঘটনা সে দেখছে, যে সুমুইন্না স্বাক্ষর করছে ।

আর ডাইন কোনায় সুমুইন্না স্বাক্ষর করছে। আমার নায়ীকা বর্তমানে মোবাইল ইউজারগন আমার নায়ীকারে বর্তমানে দেখেন গুগোল মামায় কইলো ভাইগ্না ল তোর নায়ীকার বর্তমান জামানার ফডু দেখ ! প্লিজ এনাকে নিয়ে কেউ কোন বিরক্তি কর মন্তব্য করবেন না । ইনি আমার প্রথম ভালো লাগা। এইটা আমার জীবনের প্রথম প্রেম ! । লাভলেটার সহ চুক্তির কাগজগুলান একদিন পাইলাম পুরানো পড়ার টেবিলের ড্রয়ারের মইদ্যে ।

ফালায়া দিতে চাইছিলাম গিন্নি কইলো ফালান যাইবো না , সে রাইখা দিলো যত্ন কইরা তার কাছে , এখনও সে এই সব মুল্যহীন কাগজ আর মানিবেগ যত্ন কইরা রাইখা দিছে । আর চান্স পাইলে তার বান্ধবী গোরে দেখায় , তাইলে আপ্নেরা দোষ করছেন কি ? আমিও আপ্নাগোর লগে শেয়ার করলাম। লোল খেতাব পাওনের পরের পোষ্ট ! লোল খেতাবে ঘুড্ডির পাইলট অনেক খুশি সবাইকে শুভেচ্চা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.