আমাদের কথা খুঁজে নিন

   

সংস্কৃতির ভাঙা সেতু

বাঙালীর উৎসব বাংলা নববর্ষ করতালি হাসি আর গানে আনন্দ মুখর পান্তা আর ইলিশ খেয়ে নববর্ষবরণের শুরু আর সমাপ্তি ব্যান্ড গিটার আর রক সঙ্গীতে হুইস্কি উয়াইনে উন্মাতাল উন্মাদনায় উন্মুখ পার্টিগার্ল বেনসনের ধূয়ায় ধূয়াশা স্যুট কোট স্কার্ট আর ইংলিশ ঢঙে বাঙালীপনা একতারা ঢোল জারি সারি মুর্শিদী ভাটিয়ালী বড্ড সেকেলে সেই বাদ্য আর সঙ্গীত বিলুপ্ত আজ নিশ্চিহ্ন প্রায় আমরা ঠিক তাই বছরের শুরুতেই তাই আমাদের উচ্ছাস উল্লাস আর শেকড় হারার গান বাংলা স্ংস্কৃতি আজ মৃতপ্রায় পাশ্চাত্যের তীব্র আলো আর উত্তাল হাওয়ায় বিঘ্নিত বাধাগ্রস্ত বাংলার রাজনীতি তেমনি বাংলা সংস্কৃতি আর আমরা পশ্পাত্যের নেশায় বুদ পাশ্চাত্য পোষাকে মোড়া মোমের পুতুল মৃত প্রাণীর অবস্থান জাদুঘরে মর্গে আর আমাদের সংস্কৃতি রমনার বটতলায় পহেলা বৈশাখে প্রমান হবে তাই আমাদের দেশপ্রেম সংস্কৃতি প্রেম নাই।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।