আমাদের কথা খুঁজে নিন

   

টেক্সট মেসেজে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি ইমোটিকন ব্যবহার করেঃ কথা সংরক্ষন করে বিয়ের পরে ব্যবহারের জন্য

আমি সত্য জানতে চাই যুক্তরাষ্ট্রের রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বক্তব্য অনুযায়ী টেক্সট মেসেজিংয়ের সময় ছেলেদের চেয়ে মেয়েরা ইমোটিকন বেশি ব্যবহার করে। সম্প্রতি এক গবেষণা থেকে তারা এ তথ্য উদঘাটন করেছেন। সুখী ও দুঃখী মুখ দিয়ে ইমোটিকনের যাত্রা। এখন ইমোটিকনের মাধ্যমে অনেকভাবে মনের ভাব প্রকাশ করা যায়। টেক্সট মেসেজ এবং ই-মেইলকারীদের কাছে মূলত ইমোটিকনগুলো ব্যাপক জনপ্রিয়।

রাইস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ ফলাফল বের করতে ছয় মাসের বেশি সময় ধরে পুরুষ ও নারী স্মার্টফোন ব্যবহারকারীদের ১ লাখ ২৪ হাজার টেক্সট মেসেজ নিয়ে কাজ করেছেন। তাদের সবাই ইমোটিকন ব্যবহার করলেও এ ব্যাপারে তারা নিয়মিত ছিলেন না। মাত্র ৪ শতাংশের সব টেক্সট মেসেজে এক বা একাধিক ইমোটিকন ছিল। গবেষণায় দেখা যায়, নারীদের মধ্যে ৬০ শতাংশ ইমোটিকন ব্যবহার করেন। অন্যদিকে পুরুষদের মধ্যে এর পরিমাণ ৫১ শতাংশ।

যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় উপায়গুলোর একটি টেক্সট মেসেজ। শুধু ২০১২ সালে সারা বিশ্বে আট লাখ কোটি টেক্সট মেসেজ আদান-প্রদান হবে বলে ধারণা করা হয়েছে। নারীরা শব্দবিহীন যোগাযোগের ক্ষেত্রে নিজেদের আবেগ আরও ভালো করে প্রকাশ করতে পারে। নারীরা পুরুষের চেয়ে বেশি ইমোটিকন ব্যবহার করলেও ইমোটিকনের ভিন্নতার ক্ষেত্রে পুরুষ নারীর চেয়ে এগিয়ে রয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ইমোটিকন ব্যবহার করেছেন।

সব মিলিয়ে গবেষণায় ৭৪টি ইমোটিকন ব্যবহার করা হয়েছিল। তবে এর মধ্যে ৭০ শতাংশই ছিল সুখী, দুঃখী এবং অনেক সুখীর ইমোটিকন। সূত্রঃ Phys.Org লিংকঃ Women use emoticons more than men in text messaging আপনার মতামত দিন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.