আমাদের কথা খুঁজে নিন

   

অর্থমন্ত্রী যখন ফেয়ার এন্ড লাভলী বিক্রেতা

"অতি অপরিচিত " প্রতিবার বাজেট পেশ হয় । গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের অনেক মানুষই আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন এবারের বাজেটে কি থাকছে তাঁদের জন্য । বাজেট ঘোষণার সাথে সাথে অসংখ্য জিনিসের দাম বেড়ে যায় । খুব কম জিনিসেরই দাম কমে । তবে নিশ্চিতভাবে প্রতি বাজেট ঘোষণায় দাম কমে যায় সততার ।

সৎ পথে থেকে মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে যে ব্যক্তিটি উপার্জন করেন , তাঁর জন্য এই বাজেট নয় । বরং যিনি দুর্নীতি করে , এসব সৎ মানুষের কাঁধে পা রেখে টাকার কুমির হয়েছেন , তাঁদের জন্য থাকে অসৎ টাকা হালাল করার সুযোগ । মাননীয় অর্থমন্ত্রী তাঁর কাল ব্রিফকেসে এসব দুর্নীতিবাজদের টাকার জন্য নিয়ে আসেন ফেয়ার এন্ড লাভলী । সব সরকারের আমলেই এটা করা হয় । আমার প্রশ্ন হচ্ছে কাল টাকা সাদা করার সুযোগ দিলেই কি দুর্নীতিবাজরা এই সুযোগটা নেবে ? তাঁরা তাঁদের কাল টাকা সাদা করার প্রয়োজন মনে হয় না খুব একটা অনুভব করেন ।

তাই কাল টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকারের আয় বাড়ানোর মূলা আর কতদিন ঝুলাবেন মাননীয় অর্থমন্ত্রী ? আমার মনে হয় , অর্থমন্ত্রীও জানেন কালো টাকার মালিক কারা । আপনি যদি এদের কাছে থেকে এতই রাজস্ব আদায়ের চিন্তা করেন , তাহলে আপনার কাছে আমার পরামর্শ হচ্ছে এসব কালো টাকার মালিকদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিন । এতে আর আপনাকে এভাবে বার বার ফেয়ার এন্ড লাভলীর বিক্রেতা সাজতে হবে না । কিন্তু জানি আপনি তা করতে পারবেন না । কেননা এতে থলের কালো বেড়াল বেড়িয়ে যাবে যে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.