আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্ণ ডালে নীল পাতাগুলো

বিবর্ণ ডালে নীল পাতাগুলো - যাযাবর জীবন পাতাগুলো একসময় সবুজ ছিল ভালোবাসার দিনগুলোতে তোর আর আমার দুজনার দুই গাছে ধীরে ধীরে বিবর্ণ রঙ ধরেছিল সবুজ সতেজ পাতাগুলোতে তোর ভালোবাসার মত করে শুধু আমি বুঝি নি আগে প্রেম তোর মরে গেছে একটু একটু করে। এখন আর পাতাগুলো বিবর্ণ নয় ঝরে পড়েছে টুপ করে গাছের তলে ঠিক তুই যেমন ডুব দিয়েছিস না বলে চোখের আড়ালে। আবার হয়তো বৃষ্টি নামবে তোর গাছের ডালে মনের বাগানে ফুল ফুটবে রঙিন স্বপ্ন নিয়ে পাতাগুলোতে সবুজ রঙ ধরবে তোর নতুন ভালোবাসায় রাঙা হয়ে। তখন একবার বসে যাস আমার গাছের বিবর্ণ ডালে দেখে নিস ভালো করে চোখ মেলে মেলে নতুন সাথীকে সঙ্গে করে উড়ে উড়ে এসে পাতাহীন বিবর্ণ ডালগুলো কেমন রঙ ধরেছে নীলে তোরই মনের যত উগরে দেয়া বিষে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।