প্রেমে পড়লে মানুষ ঠিকমত চিন্তা-ভাবনা করতে পারেনা। আমারতো অনেক বয়স হইল, মানুষরে বহুত হাসাইলাম, এখন একটা (মানে আরো একটা আরকি) প্রেম করলে কেউ কিছু মনে করবেনা মনে হয়।
প্রথম কথা, কোন মেয়ে single আছে কিনা, এইটা কেমনে জানব? (বড় দাদাদের নজরে থাকা কারো দিকে নজর দিয়ে ছোটবেলাতেই এই বিষয়ে যথেষ্ট শিক্ষা প্রাপ্তি ঘটেছে। ) এই প্রশ্ন করলে বাঙালি মেয়েরা ইন্সাল্টেড হয় কেন?
দ্বিতীয় কথা, আজকে বাংলা সিনেমা "জিদ্দী বউ" দেখার পর আমার সব লজিক আউলাইয়া গেছে। নাইকা আইসা গায়ের উপর পড়বে, নয়তো গুন্ডাদের হাত থেকে বাচাইতে হবে।
এই দুইটার কোন সম্ভাবনা দেখতেছিনা। আরো একটা ব্যাপার দেখছি, নাইকার ছোটবেলায় হারাইয়া যাওয়া জমজ বোন নিয়া অনেক ক্যাচাল হইছে, সেইটা এরানোর কি উপায়?
তৃতীয় কথা, আমার ফ্রেন্ডলিস্টে থাকা জ্ঞানী-গুণীজনেরা কই? একটু হেল্পান। তবে, বিবাহিতরা সাবধানে, ভাবি যেন না পিডায় (আপনার অভিজ্ঞতা দেইখা)। আর অবিবাহিত বা ব্যর্থরা দূরে থাকেন। এত পন্ডিত হইলে আমার মত অবস্থা কেন? অবিবাহিতরা বরং এইখানে চোখ রাখতে পারেন মূল্যবান পরামর্শের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।