আমাদের কথা খুঁজে নিন

   

ভালোলাগা একটি নজরুল সংগীতঃ

ভালোলাগা একটি নজরুল সংগীতঃ যতো ফুল ততো ভুল কন্টক জাগে মাটির পৃথিবী তাই এতো ভালো লাগে হেথা চাঁদে আছে কলঙ্ক, স্বাদে অবস্বাদ হেথা প্রেমে আছে গুরু গঞ্জনা অপবাদ আছে মান অভিমান পিরিতি সোহাগে মাটির পৃথিবী তাই এতো ভালো লাগে হেথা হারাই হারাই ভয় প্রিয়তমে তায়, বক্ষে জড়ায়ে কাঁদি, ছাড়িতে না চাই স্বর্গের প্রেমে নাই বিরহ অনল সুন্দর আঁখি আছে নাই আঁখি জল রাধার অশ্রু নাই কুমকুম ফাঁকে মাটির পৃথিবী তাই এতো ভালো লাগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।