বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... বেনসন অ্যান্ড হেজেস প্যাকেট বিক্রি করছে ১৭০ টাকা। আর সিঙ্গেল শলাকা বিক্রি করছে ৯ টাকা। মালবোরো প্যাকেট প্যাকেট বিক্রি করছে ১৭০ টাকা। আর সিঙ্গেল শলাকা বিক্রি করছে ৯ টাকা। অন্যান্য সিগারেটের বেলায়ও একইভাবে দাম বাড়িয়েছে দুশমন কালোবাজারী সিন্ডকেট।
এই কালোবাজারীদের অপ্রদর্শিত টাকা যাকে বলা হয় ব্ল্যাকমানি তা আবার সাদা করার জন্য বাজেটে ওকালতি আছে। মানে আপনি কালো টাকা বানাতো পারবেন যতো খুশি। আবার কালো টাকা কিছু কর ভিক্ষা দিয়ে জায়েজও করতে পারবেন। তাহলে রাষ্ট্রে আইনের শাসন বিভাবে হবে?
পাবলিক ট্রেডেট সিগারেট প্রস্তুতকারী কোম্পানির জন্য বর্তমান কর ৩৫% থেকে ৫% বাড়িয়ে বাজেটে করা হয়েছে ৪০%। আর নন-পাবলিক ট্রেডেট সিগারেট প্রস্তুতকারী কোম্পানির জন্য বর্তমান কর ৪২.৫% থেকে ২.৫% বাড়িয়ে বাজেটে করা হয়েছে ৪৫%।
বাজেটের হিসেব অনুযায়ী এক প্যাকেট সিগারেটের দাম বাড়বে ব্যানসন অ্যান্ড হেজেসের ক্ষেত্রে ৫% অর্থ্যাৎ প্যাকেটের গায়ে লেখা ১৪৩ টাকার সঙ্গে ৫% মানে ৭.১৫ পয়সা। মানে নতুন মূল্য দাঁড়াবে ১৫০.১৫ টাকা। আর তা কার্যকর হবে ১ লা জুলাই ২০১৩ থেকে। আর কালোবাজারী ব্যবসায়ীরা গতকাল থেকে ১৭০ টাকা নিচ্ছেন। এই বাড়তি ২০ টাকা কি ওদের গোয়ার মধ্যে থেকে আসে শুয়ারের বাচ্চারা!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।