আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি.....................ধিক্কার।

নৌকা-লাঙল- ধানের শীষ । সব সাপেরই একই বিষ।। আমি ভাষা হারিয়ে ফেলেছি,আর কত মৃত্যুর মিছিল দেখতে হবে আমাদের এরা দেশের নাগরিক নয়??কেন কিছু দুর্নীতিবাজ পিশাচের জন্য এভাবে সাধারন মানুষ জীবন দিবে ,স্থাপনাগুলো মনিটরিং কেন সঠিকভাবে করা হয়না,কেন ঝুকি জেনেও শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়,বিজিএমইএ কেন টাকার জোরে পার পেয়ে যাবে??এতবড় দুর্ঘটনার পরেও খুবই স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর ট্রেন উদ্বোধন,প্রেসিডেন্টের শপথের মত জমকালো অনুষ্ঠানগুলো ঠিকই তারা করেছে অথচ সাধারন উদ্ধারকর্মীরা সামান্য টর্চলাইট,কাটার,অক্সিজেন,পানির জন্য আহতদের উদ্ধার করতে পারছে না,প্রতি মুহূর্তেই টিভিতে দেখছি তারা ঠিকমত কোন উদ্ধার সারঞ্জামই পাচ্ছে না,ওখানে কি একটা ভ্রাম্যমাণ স্টোর সরকারের পক্ষ থেকে করা যেতনা যেখানে ওই সারঞ্জামগুলো জমা থাকবে?????আর বিরোধীদল ও কি আরো আগেই হরতাল প্রত্যাহার করে উদ্ধার কাজে সহয়তার জন্য স্বেচ্ছাসেবক,সারঞ্জাম পাঠাতে পারত না ??এরা তা করবে না এদের শুধুই ক্ষমতা আর টাকা চাই,মানুষ মরলে কেউ একটা ছাগল আর কেউ কিছু টাকা ধরিয়ে দিয়েই পার,আবার শুরু ক্ষমতার লড়াই,জনগনের রক্ত চুষে টাকা কামানো ।এর শেষ কোথায় আমার জানা নেই ।সবাইকে অনুরোধ সকল প্রকার অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন ।সাভারে নিহতদের মাগফেরাতের জন্য দোয়া করুন ।উদ্ধারকাজে ও আহতদের চিকিৎসার জন্য সবাই সাধ্যমত সাহায্য করার চেষ্টা করুন।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.