আমাদের কথা খুঁজে নিন

   

আবারও সৌদি আরবে যুদ্ধাপরাধীদের পক্ষে লবিং!

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ব্রিটেনের প্রভাবশালী আইনজীবী টডি ক্যাডমান। তিনি এ অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক জামায়াতে ইসলামীর পাঁচ নেতার বিদেশি প্রতিনিধি হিসেবে এ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “পরবর্তী সরকার এলে এ বিচার প্রক্রিয়া বন্ধ করবে এমন আশঙ্কায় বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছে। আর এ কারণেই আসামিদের পক্ষের সাক্ষীর সংখ্যা মাত্র ১২ জনে নামিয়ে আনা হয়েছে।

” তিনি মনে করেন, এ আশঙ্কা থেকেই চলতি বছরের ১৬ ডিসেম্বর বিচারের রায় ঘোষণা করা হবে এবং তা কার্যকর করা হবে ২০১৩ সালের ২৫ মার্চ। বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে এ দু’টি তারিখের সঙ্গে বিশেষ আবেগ জড়িত থাকায় তা বিচারের রায় ঘোষণা এবং কার্যকর করার জন্য বেছে নেওয়া হবে বলে তিনি মনে করেন। সম্প্রতি সৌদি আরবের রাজধানী জেদ্দাতে সৌদি গেজেটে একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এবিষয়ে ২৩ অক্টোবর ‘‘Executions preordained in Bangladesh war crimes trial’’ শিরোনামে সৌদি গেজেটে একটি নিবন্ধ প্রকাশিত হয়। টডি ক্যাডমান চান, সরকারের তাড়াহুড়োর বিষয়টি কেউ আন্তর্জাতিক মহলে তুলুক।

তিনি বলেন, “আমি আশা করি, বাংলাদেশের সঙ্গে যেসব দেশের স্বার্থ জড়িত তারা বিষয়টি বিবেচনা করবে। ” উল্লেখ্য, কাডমানকে গত বছর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তিনি দাবি করেন, “মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় পূর্বনির্ধারিত। বাংলাদেশ যদি এ ধরনের রায় দেয় এবং তা কার্যকর করে তাহলে দেশটি কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ” তিনি এর বিরুদ্ধে কথা বলে যাবেন বলে সৌদি গেজেটকে জোর দিয়ে বলেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.