আমাদের কথা খুঁজে নিন

   

একখানা আন্তর্জাতিক দরপত্র বিজ্ঞপ্তি

মানিকগঞ্জ শহরস্থিত বাসাবাড়ি এবং হোটেল-রেস্টুরেন্ট সমূহের গ্যাসচুল্লির পাইপ চুয়াইয়া পড়া বিন্দু বিন্দু তিতাস মার্কা গ্যাস দিবসে এবং গভীর নিশিথে কখনও কখনও কৃপাবসত: অগ্নি উদগীরণ করিতেছে । এ মহামূল্য দুর্লভ অগ্নির তেজ আবার এতটাই প্রখর যে একপোয়া পরিমান জল টগবগাইতে তিন হইতে চারি ঘণ্টাকাল লাগিয়া যায় । এই অবস্থা চলিতেছে প্রায় এক পক্ষকাল ব্যাপি। এহেন সৌভাগ্য হইতে পরিত্রাণের লক্ষ্যে লাকড়ি (শুকনা) এবং মৃত্তিকা নির্মিত চুলা (স্থানান্তর যোগ্য হইলেও চলিবে) সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করা যাইতেছে। দরদাতাগণের কোনরূপ পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নাই।

কোন প্রজাতীর জামানত লাগিবে না। তবে টেণ্ডারবাজি রোধকল্পে দরপত্র সমূহ অনলাইনে প্রদান করিতে হইবে। দরপত্র দাখিলের শেষ দিন কোরবানীর ঈদের পূর্বদিবসের মধ্যরাত্রি অবধি। বিঃদ্রঃ>>> বিশ্বব্যাংক,আইএমএফ,জাইক্যা ও মালয়েশিকে এই ক্ষেত্রে অগ্র অধিকার প্রদান করা হইবে। তবে আমাদের ‘জ্বালানী’ বিষয়ক দপ্তর/পরিদপ্তর/মন্ত্রকের দরপত্র প্রদানের কোনরূপ আবশ্যকতা নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।