ভুল করেছি,প্রায়শ্চিত্য করবো না, তা তো হয় না আজকে চৈনিকরা আমারে জিগাইতাছে "তোমাদের মং-জিয়া-লা(বাংলাদেশ) তে কি ভূমিকম্প হইছে!" আমার বিস্মিত মুখ দেখে বলতেছে..... "ভিডিওতে যা দেখলাম তা আমাদের সিচুয়ানে ঘটে যাওয়া ৭ মাত্রার ভূমিকম্পের মত!" আমি মনে মনে কইলাম, ভাই রে..... শ'খানেক লোক মোগো দেশে এমনিই মরে, বিল্ডিং ভাইঙ্গা মরে, আগুনে পুইড়া মরে, মাথার উপর ব্রীজ ভাইঙ্গা পড়ে, পুলিশের গুলিতে মরে; তেজপাতারও দাম আছে কিন্তু আমগো বাংলাদেশীগোর জীবনের কোন দাম নেই. যদি ৭ মাত্রার ভূমিকম্প হয় তাহলে কয়েক লাখ না বরঞ্চ কোটি খানেক লোক মরবে কেননা কয়জন লোকই বা আর বাড়ি বানানোর আগে মাটি পরীক্ষা করে নিছে, বেশিরভাগ বিল্ডিংই বানানো হয় হেড মিস্ত্রীর কথা অনুযায়ী, দক্ষ ইঞ্জিনিয়ারদের ইট্যাবস্/অন্য কোন সফ্টওয়্যার দিয়ে লোড ক্যালকুলেশন করে বানানো নকশা কেউ ফলো করে না এর কারন তাদের সেফটি ফ্যাক্টরের হিসাবটা মালিকদের কাছে বেশি বেশি বলে মনে হয়; মালিক&রাজমিস্ত্রীর দৃষ্টিতে এই অপচয়ের পরিমাণ আর্কিমিডিসের সূত্র অনুযায়ী মানুষের মরদেহের সমান, তবে এই সূত্র সরকারি ঘুষখোর ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রযোজ্য নয়.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।