........ দেড় বছরের নানাবিধ ভোগান্তি, মেডিকেল জীবনে খাপ খাইয়ে নেবার কষ্টকর অভিজ্ঞতা, অতি খাটনির পর ক্লিয়ারেন্স পাওয়া, প্রায় এক মাস ধরে প্রফ দেয়া, আড়াই মাস ধরে অপেক্ষা করার পর ১ম পেশাগত এক্সামে পাশ করার খবর পেলাম । যদিও আগেই খবর পেয়েছিলাম যে পাশ করেছি কিন্তু নিজের চোখের দেখা বলেও তো একটা কথা আছে । আজকে কলেজে গিয়ে দেখে আসলাম । পাশ করাদের লিস্টে আমার নাম আছে । আমাদের ব্যাচের ১০৮ জনের মাঝে ৫৮ জনকে বসতে দেয়া হয়েছিল তাও আবার তিন চারবারে অনুমতি দেয়া হয়েছিল ।
সবচেয়ে খুশির খবর হল এই যে,এবার ফার্স্ট প্রফে আমাদের কলেজ(কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশ) থেকে এইবার দুইজন ঢাকা ভার্সিটিতে ১ম ও ২য় হয়েছে । আর ৫৮ জনের মাঝে পাশ করেছে ৫৩ জন । তবে কিছু দুঃজনক ফেলের ঘটনাও ঘটেছে ।
অনেক অনেক কঠিন ছিল । শুরুর দিকে এনাটমির একটা কার্ড, তার পথ ধরে টার্ম ফেল করে অকুল পাথারে পড়ে গিয়েছিলাম ।
কিন্তু বাকি দুইটা সাবজেক্টে আলহামদুল্লিল্লাহ নিয়মিতই পাশ করে যাচ্ছিলাম । নানা টেনশনে কেটেছিল সময় । কিন্তু কষ্ট, দুশ্চিন্তা্র পালা এখনো শেষ হয়নি । সেকেন্ড প্রফের বিষয়গুলো এর মাঝেই চোখ রাঙ্গানো আরম্ভ করেছে(তাদের চোখ না, আমার নিজেরই চোখ!)......সবাই দোয়া করবেন যেন ২ বছর পর এরকম আরেকটা পোস্ট দিতে পারি......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।