আমার এ কথাটি সাথে অনেকে একমত হবেন সেটি হল আজ থেকে ৩০ বছর আগে আমাদের দেশ আর ৩০ বছর পরে আমাদের দেশের পরিস্থিতি মধ্যে অনেক পাথক্য। যতই দিন যাচ্ছে ততই আমাদের দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। আর এর পেছনে রয়েছে দুষ্ট রাজনীতি। এদের লোভের কারনে আজ আমাদের এ অবস্থা। যাই হোক এবার মূল কথায় আসি, দেশ স্বাধীনতার পর থেকে সবাই সবাই স্থান থেকে চেষ্টা করছে দেশ কে রক্ষা করার জন্য।
ছোটবেলা বাহিনী বলতে সেনা, নৈা, বিমান ও পুলিশ বাহিনী কে চিন্তাম। জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের দেশে নতুন নতুন অনেক বাহিনী বানানো হয়েছে। র্যা ব, বিজেবি, এ রকম আর অনেক সেগুলো আমার মনে নেই। যাই হোক। এরা সবাই কিন্তু দেশের কাজে নিয়জিত।
বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ পথে নিরাপত্তা কাজে নিয়োজিত, নৈা বাহিনী নদী পথে। পুলিশ ও র্যা ব দেশের আইন শিংখলা কাজে নিয়োজিত। বিজেবি দেশের ভৌগলিক সীমানা রক্ষা কাজে নিয়োজিত। এরকম আর অনেক আছে। কিন্তু আমার জিজ্ঞাসা হল আমাদের দেশের সেনা বাহিনী আমাদের দেশে কোন কাজে নিয়োজিত।
দেশের ক্ষমতা দখল, নির্বাচনের সময় ছাড়া দেশের আর কোন কাজে লাগতে তো দেখিনা, অথচ তারা ঢাকা শহরে ৩ ভাগের ১ ভাগ দখল করে রেখেছে। এবং এদের কাজের সীমানা ঐ একভাগের মধ্যে। এদেশের টা খেয়ে পড়ে এদেশের শিক্ষা গ্রহণ করে প্রতি বছর এ দেশে থেকে শত শত লোক মিশনের নামে বিদেশে পাঠানো হয় বহিঃ বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। বিদেশ থেকে টাকা ইনকাম করে দেশের বিশাল বিশাল এপার্টমেন্ট ক্রয় করছে। আর এরা হল আমাদের দেশের সেনা-বাহিনী।
এদের লাইফ-ষ্টাই দেখলে অভাক হয়ে যাবেন। কি বিলাস্তায় তারা জীবন যাপন করেন। আর এদের মধ্যে একজন সেনা প্রধান কে পাওয়া যাবে ডেসটিনিতে। আর এ রকম অনেক অনেক কাহিনী আছে। আমার যা মনে হল আমি তাই শেয়ার করলাম।
আপনারা কি বলতে পারবেন আসলে এদের কাজটা কি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।