জনাব হাশিম গাজী।
আমার এক বড় ভাই।
কর্ম জীবন কাটিয়েছেন আমেরিকায়।
চার পুত্রকে নিউ জার্সি রেখে বার্ধক্যে নাড়ীর টানে স্থায়ী ভাবে দেশে চলে এসেছেন।
সারা দিন TV দেখে সময় কাটান।
১৬ই ডিসেম্বর দুপুরে খেতে বসেছি ।
হঠাৎ উনার ফোন ।
-লিটন TV তে পাক বাহিনী কাকে বলছে?
আমি বললাম্,পাকিস্তানী বাহিনীকে পাক বাহিনী বলছে ।
তিনি বললেন পাকিস্তানী বাহিনী পাক বাহিনী কী ভাবে হয় ? পাকিস্তানী বাহিনী যদি পাক বাহিনী হয় তা হলে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি অর্থাৎ মুক্তি বাহিনী,তারা কি নাপাক বাহিনী ?
আমি বললাম, ব্যাপারটা সে রকম নয়, PAKISTAN এর প্রথম ৩ অক্ষর নিয়ে মনে হয় সংক্ষেপে PAK বাহিনী বলে।
তিনি আমার কথায় ঘোরতর আপত্তি জানালেন, এটা হতে পারেনা ,পাক শব্দটা আমরা পবিত্র বুঝাতে ভক্তি সহকারে ব্যবহার করি ।
একটা জালীম বাহিনীর নামের পূর্বে পাক শব্দটা ব্যবহার করা ঠিক হচ্ছে না ।
তিনি আমাকে চিন্তায় ফেলে দিলেন । মনে মনে ভাবছিলাম এ ব্যাপারে সামুতে একটা লিখা দেব ।
‘ভাবছিলাম’ টা কী বোর্ডে আসার পূর্বেই আজ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (বর্তমান সরকারের জনৈক মন্ত্রীর মতে রাজাকার )এর একটা লিখা পড়লাম ,যা ছিল বড় ভাই জনাব হাশিম গাজীর কথারই প্রতিধ্বনি ।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, রেডিও-টেলিভিশনে ‘পাক’ ‘পাক’ শুনতে শুনতে কেমন যেন নিজেকেই নাপাক মনে হয়।
তিনি আরও বলেন,
ডিসেম্বর মাসজুড়ে যেমন মুক্তিযুদ্ধ আর স্বাধীনতা নিয়ে আলোচনা হয়, তেমনি পাকিস্তানি হানাদার নিয়ে কথা বলতে ‘পাক বাহিনী’, ‘পাক সরকার’ বলতে বলতে অনেকেই মুখে ফেনা তুলে ফেলে। বিশেষ করে ঘোষক-ঘোষিকা, পাঠক-পাঠিকাদের মুখে শত-সহস্র বার ‘পাক বাহিনী’ ‘পাক বাহিনী’ শুনে আর কিছইু করতে ইচ্ছে করে না। মাঝে মাঝে মনে হয়, না চাইতেই হানদারদের ‘পাক’ বলে আখ্যায়িত করা মুক্তিযুদ্ধে হাজারবার আমাদের কাছে পরাজিত হওয়ার চেয়ে বড় বিজয়। পৃথিবীর কোথাও পাক বাহিনী নেই। তাদের নাম পাকিস্তান বাহিনী বা সেনা, নৌ, বিমান বাহিনী।
পৃথিবীতে কত সরকার আছে, দেশ আছে, পাক দেশ নেই, পাক সরকারও নেই। নাপাক কর্মকাণ্ডের হোতা পাকিস্তানিদের আমরা বলছি ‘পাক সরকার’, ‘পাক বাহিনী’। অনেক জায়গায় এসব নিয়ে অনেক বলেছি কিন্তু কোনো কাজ হয়নি। একবার কোনো কিছু কারও মজ্জাগত হয়ে গেলে অস্থিমজ্জা ধ্বংস করে না ফেললে বদল হয় না। আমাদেরও তেমনি কোনো বদল নেই।
রেডিও-টেলিভিশনে ‘পাক’ ‘পাক’ শুনতে শুনতে কেমন যেন নিজেকেই নাপাক মনে হয়। কী জাদুকরী বীজ তারা ফেলে গেল, ইরি ধানের মতো শত-সহস্র সংখ্যায় বেড়ে চলেছে। বঙ্গবন্ধু এক সময় বলেছিলেন, ‘চোরা না শুনে ধর্মের কাহিনী। ’ আমাদের দশাও তাই হয়েছে। নারী ধর্ষণকারী, লুটেরা, খুনিদের বলছি পাক! এগুলো যারা তারস্বরে বলছে, তারা তথাকথিত শিক্ষিত এবং সমাজের উচ্চ শ্রেণীর মানুষ।
কিন্তু ব্যাকরণগতভাবেও যে এটা মানানসই নয়। পাক শব্দের অর্থ যদি পবিত্র হয় তাহলে একবার হানাদার বলে, লুটেরা বলে তাদের বাহিনীর কর্মকাণ্ডকে পাক বললে বলা যায় না, বিপরীত অর্থ বহন করে। পাকিস্তানও নিজের সরকারকে পাক সরকার বলে না। বাংলা, হিন্দি, উর্দু, ইংরেজি কিছু তো বুঝি। পাকিস্তান রেডিও-টেলিভিশনে পাক আর্মি শুনিনি, পাক সরকারও শুনিনি।
আমরা যেমন কোনো কোনো ক্ষেত্রে ভারতের প্রতি বড় বেশি নতজানু, পাকিস্তানের প্রতিও বড় বেশি আসক্ত। Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।