আমাদের কথা খুঁজে নিন

   

জন্ম তারিখ মানুষের জীবনের কথা বলে।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ সুত্র: ২০+৩+১৯৫০ = ১৯৭৩ = ১+৯+৭+৩ = ২০ = ২+০ = ২। আপনিও জেনে নিতে পারেন আপনার অপরিচিত মানুষটির সাধারণ গুনাবলি সমন্ধে। গবেষণায় এটা সত্য প্রমাণিত হয়েছে। কাজেই, অপরিচিতকে বিয়ে করা কিংবা অপরিচিত কারো সাথে ব্যবসা শুরু করার আগে আপনি এই সুত্রটি কাজে লাগাতে পারেন।

এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ঐ ব্যাক্তির জন্ম তারিখ। কিভাবে বের করবেন: মনে করি কারো জন্ম তারিখ ২০/৩/১৯৫০। তাহলে সুত্র অনুযায়ি: ২০+৩+১৯৫০ = ১৯৭৩ = ১+৯+৭+৩ = ২০ = ২+০ = ২। অথবা, জন্ম তারিখ ১৫/৪/১৯৮০ > ১৫+৪+১৯৮০ = ১৯৯৯ = ১+৯+৯+৯ = ২৮ = ২+৮= ১০= ১+০= ১। এবার ফলাফল অনুযায়ি মানুষের পরিচয়: #১ = নিজস্বসত্বা: - এই গ্রুপের লোকজন সাধারণত নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে থাকে।

সবকিছুই নিজের মত করে করতে ভালবাসে। অপরের মতামতকে গুরুত্ব কম দেয়। অফিসে বস হতে চায়। অন্যের অধিন থাকতে চায় না। - বিশেষ ব্যক্তিত্ব: - টম হ্যন্ক।

- রবার্ট রেডফোর্ড। - হোক হোগান। - কারোল বারনেট। - ওয়ায়নোনা যড। - নান্সি রিগান।

- রিকোয়েল ওয়েল্স, স্যমুয়েল জ্যকসন। #২ = রাজনীতিবিদ। - এরা জন্মগতভাবে ডিপ্লোম্যসি স্বভাবের হয়। নিজেদের চেয়ে অন্যদের চিন্তা বেশি করে। তারা একা থাকতে পছন্দ করে না।

অত্যধিক বন্ধু প্রিয় হয়। বন্ধুর জন্য ত্যগ স্বীকার করে থাকে। অপরদিকে, অল্প সমস্যায় বন্ধুত্ব ত্যগ করে, একবার সম্পর্ক নষ্ট হলে তাদের মাঝে শত্রুতা সৃষ্টি হয়ে যায়। - বিশেষ ব্যক্তিত্ব: - বিল ক্লিন্টন। - ম্যডোনা।

- হোপি গডবার্গ। - থমাস এডিসন। - ওরলান্ডো ব্লোম। #৩= আদর্শবাদী। - এরা খুবই সামাজিক হয়ে থাকে।

সকলের সাথে ভাল ব্যবহার করে সকলের মন জয় করতে আনন্দ পায়। অন্যের অনন্দকে নিজের আনন্দ মনে করে। আবার, তারা একসাথে অনেক কাজ শুরু করে পরে ধৈর্য হারিয়ে ফেলে। তারা খুবই জনপ্রিয় হয়। কঠোর পরিশ্রমি হয়।

কিন্তু পৃথিবীটাকে আরো প্র্যকটিক্যলি দেখার প্রয়োজন। - বিশেষ ব্যক্তিত্ব: - এ্যলান আলাডা। - আ্যন ল্যন্ডার্স। - বিল কোসবি। - সালভাডোর ডালি।

- যড ফস্টার। #৪ = রক্ষণশীল। - এরা রক্ষণশীল স্বভাবের হয়ে থাকে। পুরাপুরিভাবে না বুঝে কোন কাজ শুরু করতে চায় না। খুবই বিচক্ষণ হয়, প্রথাগত ঐতিহ্য ধরে রাখতে ভালবাসে।

কঠোর পরিশ্রমী হয়, কোন কাজকে অবহেলা করে না। প্রকৃতির সাথে তাদের সম্পর্ক ভাল থাকে। অপরিচিতদের সাথে সম্পর্ক গড়তে কষ্ট হয়। তাদের সাথে অন্যদের আত্নিয়তার সম্পর্ক গড়া কঠিন। তাদেরকে অপরের প্রতি আরো নমনীয় হওয়ার পরামর্শ্ব দেয়া হয়।

- বিশেষ ব্যক্তিত্ব: - নীল ডিয়াম্ড। - মারগারেট থেচার। - আরনোল্ড সন্চনেগার। - টিনা টার্নার। - পল হোগান।

- অপরাহ ওয়েনফি। #৫ = সমাজরীতিঅনীহ ব্যক্তি। - সমাজের রীতিনীতির প্রতি তাদের অনিহা দেখা যায়। নতুনের প্রতি কিউরিসিটি বেশি থাকে। তারা রিস্ক নিতে পছন্দ করে।

চন্চল স্বভাবের হয়। ঘুরতে ভালবাসে। তারা শিক্ষা নিতে ভালবাসে। সকল অবস্থায় তারা শিখতে চায়। অতিরিক্ত প্রশ্ন করে অপরকে বিরক্ত করে থাকে।

তাদেরকে কোন কাজ করার পূর্বে আরো ভাল করে ভেবে কাজ শুরু করার পরামর্শ্ব দেয়া হয়। - বিখ্যাত ব্যক্তিত্ব: - জেসিকা ওয়াল্টার। - আব্রাহামলিন্কন। - ভিনসেন্ট ভান। - হেলেন কেলার।

- মার্ক হেমিল। - কোলিন ফেরেল। - স্কট স্পীডম্যন। #৬ = রোমান্টিক। - এরা একটু আধ্যাত্মিক টাইপের হয়।

পরিবারের বাঁধন শক্ত হয়। অপরকে সাহায্য করতে পছন্দ করে। তারা সবকিছু আইনের ভিতরেথেকে করতে পছন্দ করে। তারা মিউজিক/আর্ট/কবিতা পছন্দ করে। তারা সকলের সাথে বন্ধুত্ব করে না।

যারা বন্ধুত্বকে খুবই সিরিয়াস নেয় কেবল তাদের সাথেই বন্ধুত্ব করে। তারা পৃথিবীটাকে নিজেদের মতো করে দেখতে চায়। কখনো কখনো এই সমাজ সংসারে পরিবর্তন আনার কথা বলে বেড়ায়। তাদেরকে কি সে করতে পারবে আর কি করতে পারবে না, এটার পার্থক্য বুঝার পরামর্শ্ব দেয়া হলো। - বিখ্যাত ব্যক্তিত্ব: - জেন সেইমোর।

- জন ডিনেভার। - মেরী স্ট্রেপ। - গোল্ডি হওয়ান। #৭ = বুদ্ধিজীবী/THE INTELLECTUAL। - তারা সবসময় কিছু একটা খুজে বেড়ায়।

তারা শহজভাবে কোন কিছু নিতে চায় না। এর ভিতরের খুটিনাটি অনুসন্ধান করে পরে সেটা গ্রহণ করে। তারা খুবই ধীরগতির হয়। তারা শুরুতে খুবই চটপটে কাজ শুরু করে পরে ধীর হয়ে যায় এক সময় নিজেরা লনলি ফিল করে। অপরকে বোকা ভাবে।

ফলে পরিবারে অন্যরা তেমন পছন্দ করে না। - বিখ্যাত চরিত্র: - উইলিয়াম সেক্সপিয়ার। - জোয়ান বেডজ। - জনি ডিপপ। - লুকিলে বলল।

#৮ = সমাধানকারী: - এরা সকলের বন্ধু হয়ে সমস্যা সমাধানে এগিয়ে আসে। এবং এরা সমাধান করতে পারে। এরা খুবই ব্রিলিয়ান্ট হয়। তাদের বিবেকর মানদন্ড খুবই নিখুত। ফলে সবাই তার বিচার মেনে নেয়।

তারা মানুষকে পজিটিভলি দেখে। তারা কখনো নিজেদের বস মনে করে না। - সমস্যা: তারা সকলের সমস্যার দিকে তাকিয়ে অনেক সময় ভূল সিদ্ধান্ত দিয়ে দেয়। - পরামর্শ্ব: তাদেরকে সর্বদা নিজের বিবেক থেকেই সিদ্ধান্ত নেয়ার পরামর্শ্ব দেয়া হয়। - বিখ্যাত পরিচয়: - পাবলো পিকাসা।

- জর্জ হ্যরিসন। - আরেথহা ফ্রান্কলিন। - জ্যক ডেভেনপোর্ট। - মিসেল রোডরিগেজ। #৯ = বহুরুপী: - এরা খুবই লাকি হয়।

মানুষকে আনন্দ দিতে ভালবাসে। তারা খুবই সচেতন হয়। অপরের সাহায্যের জন্য নিজের শেষ ডলার পর্যন্ত ব্যয় করে ফেলে। বন্ধুত্ব করতে তাদের কোন পিছপা নেই। কাউকেই তারা অপরিচিত মনে করে না।

সমস্য: তাদের অনেকগুলো রুপ থাকে। ফলে তার আসল রুপ ধরতে অন্যদের খুবই কষ্ট হয়। তাদের সঠিক ভাবে আবিস্কার করতে পারলে তাদের সাথে সম্পর্ক করা যেতে পারে। - মানুষের সু-নজর পাওয়ার ক্ষেত্রে তারা খুবই ভাগ্যবান, তারপরও তারা কখনো কখনো লনলি লাইফ লিড করে। - পরামর্শ্ব: তাদের উচিত একটি প্রেমময় ভিত স্থাপন করা।

-> বিখ্যাত যারা: - জিমি কার্টার। - আলবার্ট সুইটজার। - হ্যরিসন ফোর্ড। - এ্যলভিন প্রেসলি। - রওয়ান এ্যকিনসন।

- মি. বিন!!! আপনার জন্ম তারিখটা বলুন, দেখি আমি সঠিক বলতে পারি কী না!! পোষ্ট কেমন লাগল জানালে ভাল লাগবে.... সবাইকে ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.