লাইনে আসুন, নইলে........... নিজস্ব মতিবেদকঃ ২১ বছরের তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস ভেজাল বোমার বিস্ফোরন চেষ্টা মামলায় আটক হওয়ার পরপরই নিখোঁজ হয়েছেন মহাচোর জোটের ভাঁড়প্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ কাশরাফ। তবে তাঁর পক্ষ খেকে যাচ্ছে-তাই বলে সকল দোষ বিরোধী দলের উপর চাঁপানোর জন্য মোঃ হানিপকে দায়িত্ব দেয়া হয়েছে। এই ক্রান্তিলগ্নে সৈয়দ কাশরাফের অন্তর্ধান নিউ ইয়র্কের বাংলাদেশী বংশোদ্ভুতদের মধ্যে অস্বস্তির উদ্রেক করেছে বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্বরাষ্ট্র মন্ত্রী মগা কালমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি হাসতে হাসতে বলেন, বোমারু (!) নাফিস ধরা পড়ার পর পরই নিখোঁজ সৈয়দ কাশরাফ, কোন গুমের সম্ভাবনাকে এর সাথে জড়াবেন না। আমরা বিরোধী দলকে হয়তো গুম করতে পারি কিন্তু নিজের দলের? ছিঃ ছিঃ অমন কথা মুখে আনাও পাপ। মগা কালমগীর বলেন, প্রধান মুনতিরি মাত্র কয়েদিন পূর্বে নিউ ইয়র্ক থেকে ঘুরে আসার পরপরই এক বাংগালী যুবক ভেজাল বোমা ফুটাতে গিয়ে ধরা পড়ল। কাজেই এদেশে সন্ত্রাসী, মৌলবাদী ও জঙ্গীর অবস্থান বিশ্ব দরবারে নতুন করে প্রমাণিত হল সেই সাথে এদেশকে জঙ্গী, মৌলবাদী, সন্ত্রাসী দেশ হিসেবে প্রমাণ করার যে চেষ্টা আমরা বছরের পর বছর ধরে করে আসছিলাম তা এতাদিনে পূর্ণতা পেল। কাজেই এদেশের জঙ্গী, মৌলবাদী, সন্ত্রাসীদের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে আরও কঠোর হওয়ার প্রস্তাব দেন। এফবিআইকে এদেশের জঙ্গী, মৌলবাদী, সন্ত্রাসী সম্পর্কে বিশদ খোজ খবর নেওয়ার আহ্বান জানিয়ে মগা কালমগীর, বিদেশে ছাঁড়দলীয় জোটের সাথে সমপৃক্ত কেউ সমাজ বিরোধী কাজে লিপ্ত হলে ছাঁড়দলীয় জোট তার কোন রকম দায়-দায়িত্ব নিবে না বরং সেটা নাফিস, তার পরিবার এবং বিরোধী দলকেই নিতে হবে। সূত্রঃ মতিকন্ঠ (সেকেন্ড এডিশন) (ডিসক্লেইমারঃ কোন ঘটনা, স্থান, কাল, পাত্রের সাথে উপরোক্ত ঘটনা, স্থান, কাল, পাত্রের বিন্দুমাত্র মিল পাওয়া গেলে তা মহা-কাকতাল মাত্র)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।