আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় বোমারু মোবাইল প্লান

ভাবতে ভালবাসি সবকিছু ডিজিটাল হলে ভাল লাগে না। কিছু জিনিস এনালগ থাকা ভাল। আমি অন্তত পুরাতনকে আকড়ে থাকতে ভালবাসি। আমেরিকায় এতদিনে সেই রকম একটা মোবাইল প্লান পেলাম। যেখানে সবাই সুনিদিষ্ট নূন্যতম চা্র্য দিয়ে যতখুশি কথা ও এসএমএস করতে পারে সেখানে আমার এই এনালগ বোমারু প্লানে প্রতি মিনিট ফোন করলেও টাকা দিতে হয় আবার ফোন রিসিভ করলেও টাকা দিতে হয়।

আরও মজার বিষয় হল এক মিনিট ফোন করলে যা তার দ্বিগুন একটা এসএমএস খরচ। শুধু তাই না কেউ আমারে এসএমএস করলেও আমার ডলার কমে যায়। জয়তু আমার বোমারু প্লান। শেখ হাসিনা সারা বাংলার মানুষরে ডিজিটাল বানাইতে পারলেও আমারে পারবে না। আর তাইজন্যে এই আমেরিকায় এসেও আমার মোম জ্বালিয়ে রবীন্দ্র সংগীত শোনা বন্ধ হয়নি।

বন্ধ হয়নি হারিকেন জ্বালিয়ে পড়ালেখা । আমার প্রফেসর ক্যথিলিন লরেন্সের মত আমিও বলতে ভালবাসি 'আই অ্যাম এ ওল্ড ফ্যাশন গাই। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.