আমি পথহারা পথিক...পথে পথে ঘুরে বেড়াই, পথের নেশায়....লোকের কথা শুনি, কখনো কখনো বলার চেষ্টাও করি। আমার কথা সবার ভাল লাগবে এমনটা আশা করি না। আমি বিশ্বাস করি, যে পথের নেশায় পথে পথে ঘুরে বেড়াই, সেই পথের দেখা আমি পাবই........ বলা হয়ে থাকে যুব সমাজ যে কোন জাতির মেরুদ্ড । যুব সমাজই পারে একটা জাতিকে তার কাঙ্খিত লক্ষে পৌছাতে । কিন্তু আমাদের যুবসমাজ আজ কোথায় ? কোথায় তাদের তেজ...? অনেক কস্টনিয়ে বলতে হচ্ছে যে, আজ আমাদের যুবসমাজ ব্যাস্ত রয়েছে বিভিন্ন আজে বাজে বিষয় নিয়ে যা তাদের কে তো নষ্ট করছেই সেই সাথে নষ্ট করছে আমাদের জাতিকে। এখনই সময় জেগে উঠার তাই সচেতন হওন, প্রতিরোধ করুন আর দেশ বাঁচান...সেই সাথে নিজে বাঁচুন...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।