সামুর এক মাত্র সর্বাধীক বানান ভুল সম্পন্য ব্লগ ! মনে রাখবেন আপ্নে সামুর সবচাইতে বিপজ্জনক ও বদ ব্লগারের ব্লগে প্রবেশ করেছেন , আপ্নি দুষ্টু প্রকৃতির না হলে এখানে সময় নষ্ট কইরেন না । অনেক দিন ধইরা খুব চাপের মইদ্যে আছি। চাপের মইদ্যে থাকোনডারে বলে চিপায় থাকা। চিপায় থাকতে থাকতে মাথা ঠিক মতো সার্ভিস দিতাছে না । মাঝে মাঝেই রান টাইম ইরোর দেয় !অনেক প্রবলেম হইতাছে।
মাঝে মাঝে প্রেশার হাই হয়া যায়, তয় প্রেশারের ওষুধ খাইনা। রাইতে ভালো ঘুম হয় না। কয়েকজন ব্লগার হেল্পানের ট্রাই করছিলো না পাইরা অখন ক্ষেমা দিছে। আর আমি আগের মতোই ব্যাড সেক্টর লয়া এই শহরে ঘুরা ঘুরি করতাছি।
বিভিন্নরকম মানষিক চাপে থাকার কারনে মন মতোন পোষ্ট দিতে পারতাছি না ।
টাইপ করতে বইলেই সব কিছু ভুইলা যাই। শিরোনামে উল্লেখ করা ব্যাক্তিগত এই ছবিটা প্রকাশ করলাম, আমার বাজারের লিষ্ট। ব্যান খাওয়া আমার একদম অপছন্দ, দুই ধরনের ব্যান খাইতে আমি রাজী না একটা হইলো রবারব্যান, আরেকটা হইলো ব্লগের ব্যান। ব্যাক্তিগত জিনিষ ব্লগে প্রকাশ করলে ব্যান খামু কিনা বুঝতাছি না
এই লও ফর্দ দেখুম কেমুন মর্দ !
মোবাইলের ইউজার রা লিষ্ট দেখতে এইখানে ক্লিকান
এই ধরনের হুমকি মুলক বাজারের লিস্ট পায়া আমি আরও চাপের মুখে আছি । সাধারনত গিন্নি আমারে ইনস্ট্রাকশন গুলান ফোনে দেয়, কিন্তু মোবাইলে টেকা না থাকনের কারনে বাজারের লিস্টির মইদ্যে উল্লেখ কইরা দিছে।
পরথমে দেখি নাই , বাজারে গিয়া দেকলাম। অবশ্য সে এরাম বাজারের লিস্ট প্রায়ই দেয়। আমিও আপ্নেগোর লগে শেয়ার করলাম। (আমার গিন্নির হাতের লেখা বা বানান নিয়া কেউ মন্তব্য কইরেন না ফিলিজ। হেতে টের পাইলে আমারে সাইজ দিবো ।
)
ব্লগার জেমস বন্ড এই ছবিটার বেপারে জানে। ফেবুতে কইছিলো পোষ্ট দিলে আমারে বুলে বিয়াপুক পচাইবো এই ছবিডা লয়া, দেহি অখন কি কমেন্টস দেয় । আর ব্যাক্তিগত ভাবে পরিচিত ব্লগারদের কাছে অনুরোধ এই পোষ্টের বেপারে আমার গিন্নিরে অবহিত কইরেন না এমনিতেই অনেক চাপের মুখে আছি।
ঈদের ছুটিতে দেশের বাড়িতে যাওয়া সকল এর প্রতি রইলো শুভ কামনা । আর ভালো ভাবে দ্রুত ফিরে আসার অনুরোধ।
সবাই সাবধানে যাবেন ভালো থাকবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।