আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ ও নোয়াপাড়া এলাকায় ট্রেন চলাচল বিপদজনক !!!!! যেনে নিন কাজে আসবে.........

গত বছর পত্রিকায় দেখলাম শায়েস্তাগঞ্জ ও নোয়াপাড়া এলাকায় ট্রেন চলাচল নাকি বিপদজনক !! কারন এখানে ট্রেনেই নাকি ছিন্তাই হয়। বিশ্বাস হয়নি, তারপর আমার খুব কাছের একজন বন্ধুর মোবাইল ছিন্তাই হয় ! ট্রেন ছাড়ার পর পরই ছিন্তাইকারিরা তার হাতে থাপ্পর দিয়ে ছিন্তাই করে নিয়ে যায়, তার প্রায় ২০০০০ টাকা দামের হ্যান্ডসেটটি। তারপর আসলো আমার পালা, গত রমজানের ঈদে যখন বাসায় যাচ্ছিলাম তখন আমি হেডফোনে গান শুনছিলাম, একসময় মোবাইলটি হাতে নেয়ার পর পরই ঘটলো অদ্ভুত এক ঘটনা ! ট্রেন ছাড়ল শায়েস্তাগঞ্জ থেকে গতি বেড়ে গিয়েছিল ট্রেনের। তখনি ট্রেন এর দরজায় চুপ করে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারী আমার হাতে সজোরে থাপ্পড় দেয়, এবং ট্রেন থেকে পড়ে গেলো। ভাগ্যিস আমার মোবাইলটি নিতে পাড়েনি।

খুব ভয় পেয়েছিলাম সেদিন, মজার ঘটনা ঘটলো গতকাল। গতকাল আমার ভার্সিটি বন্ধ হওয়ায় আমি বি.বাড়িয়ার পথে যাত্রা শুরু করলাম। মজার ঘটনা হল আমি শায়েস্তাগঞ্জ যাওয়ার পরই আমার মনে পড়ে গিয়েছিল সেই দিনের ছিন্তাইকারীর কথা ! তারপর আমি আগে ভাগেই সতর্ক হয়ে মোবাইলটা সাবধানে রেখে দিলাম, কিন্তু ছিন্তাইকারীর কবলে আমাকে যে আবার পড়তে হবে কে জানে ! আবার সেই অবস্থা,যখন ট্রেনটা শায়েস্তাগঞ্জ থামার ২ মিনিট পর যাত্রা শুরু করলো তখনি ছিনতাইকারী আমার হাতের উপর কাঠ দিয়ে সজোরে বারি দিলো, সে ভেবেছিলো আমার হাতে মোবাইল আছে, বারি দেয়ার সাথে সাথে হয়তোবা মোবাইলটি পড়ে যাবে, কিন্তু ভাগ্যিস আমার হাতে মোবাইল ছিলইনা। হাইরে মানুষ ! মানুষ এতো খারাপ হয় কিভাবে! আমার হাতটা প্রায় ভেঙ্গে যায় অবস্থা ! শেষে দেখলাম তেমন কোন ক্ষতি হয়নি! অনেক প্যাঁচাল করলাম এবার আসল কথায় আসি। ঢাকা সিলেট মহাসড়কে ট্রেন যাত্রায় কিছু ব্যাপারে আপনার সতর্ক থাকা উচিৎ ১) ট্রেনে অবশ্যই হাত ভিতরে রাখবেন।

জানালার বাইরে কখনো হাত দিবেন না। ২) শায়েস্তাগঞ্জে কিংবা নোয়াপাড়া আসার পর পারলে জানালা বন্ধ রাখবেন। ৩) এই স্থানটিতে আসার পর অবশ্যই হেড ফোনে গান শুনবেন না। ৪) ল্যাপটপে কাজ করা হবে সবচেয়ে বড় ভুল। ৫) আর দরজায় না দাঁড়ানোই ভালো ।

এই কাজ গুলোর ব্যাপারে সতর্ক থাকলে আশা করি আমার মতো , ছিন্তাইকারীর কবলে পরবেন না। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.