আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছেন কারিনা কাপুর খান!

সততাই সবসময় রাখা চাই,বাচিবার তরে । নাম বদলেছে কারিনা কাপুরের। ১৬ অক্টোবর সাইফ আলী খানের সঙ্গে তাঁর বিয়ের পর কারিনার পরিচয় এখন ‘কারিনা কাপুর খান’। ‘থ্রি ইডিয়টস’, ‘রা ওয়ান’ কিংবা ‘বডিগার্ড’-এর মতো ব্যবসাসফল ছবির এ অভিনেত্রী বিয়ে করলেন তাঁর ক্যারিয়ারের সেরা সময়ে এসে। চলচ্চিত্রের পাশাপাশি পণ্যের দূতিয়ালিতেও সাফল্যের প্রমাণ রেখেছেন ৩২ বছর বয়সী এ তারকা।

বিয়ের কারণে কারিনার ক্যারিয়ারে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে সবার মধ্যে। কিন্তু কারিনা নিজে কী ভাবছেন, কেমন আছেন কারিনা কাপুর খান? অভিনয় ও পণ্যের দূতিয়ালিতে সাড়া জাগানো কারিনা কাপুর কি মনে মনে এ প্রশ্নই করছেন সাইফের প্রেমিকা থেকে স্ত্রী বনে যাওয়া কারিনা কাপুর খানকে! দুই বছর আগে সনির ভায়ো ল্যাপটপ, নোটবুক আর আল্ট্রাবুকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছিলেন কারিনা। এ দুই বছরে কারিনা তাঁর ‘ক্যারিশমা’ দেখিয়েছেন। তাঁর কল্যাণে পণ্যের বিক্রিবাট্টা দ্বিগুণ হয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছেন সনি ইন্ডিয়ার জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক সুনীল নায়ার। চলতি মাসের শেষের দিকে সনি ভায়োর নতুন বিজ্ঞাপনী প্রচারণা শুরু হবে।

তবে এখন পর্যন্ত সেখানে কারিনার অন্তর্ভুক্তি চূড়ান্ত হয়নি। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। সুনীল বলেন, ‘প্রতিবছরই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের সঙ্গে চুক্তি নবায়ন করে সনি ইন্ডিয়া। অক্টোবরের শেষ নাগাদ আমাদের পণ্যের নতুন বিজ্ঞাপনী প্রচারণা শুরু হচ্ছে। কারিনা এ বছর সনি ভায়োর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি আমরা।

তবে তাঁকে দিয়েই সনি ভায়োর দূতিয়ালি করানোর চেষ্টা চলছে। আশা করা যেতে পারে, সনি ভায়োর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কারিনা। তবে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ’ সুনীল আরও বলেন, ‘কারিনা দায়িত্ব নেওয়ার পর চমক দেখিয়েছেন। সনি ভায়োর বিক্রি দ্বিগুণ হয়ে গেছে।

এখন ভারতে প্রতি মাসে ৭০ হাজার ভায়ো ল্যাপটপ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে আমাদের কোম্পানির সাফল্যের পেছনে কারিনার অবদান অনেক। ’ সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে অভিনয়ের কথা ছিল কারিনার। কিন্তু সাইফের সঙ্গে বিয়ের আগাম খবর শোনার পর ছবিটি থেকে তাঁকে বাদ দেন সঞ্জয়। একই কারণে আরও দু-একটি ভালো ছবির কাজ কারিনার হাত থেকে ফসকে গেছে।

অতীতে দেখা গেছে, সাধারণত বিয়ের পর বলিউডের অভিনেত্রীদের চাহিদা কমে যায়। পর্দায় অনিয়মিত উপস্থিতির পাশাপাশি অনেক অভিনেত্রীকে হারিয়ে যেতেও দেখা গেছে। তবে কারিনার ক্ষেত্রে এমনটা ঘটবে না বলেই প্রত্যাশা সবার। লিন্ক-http://www.prothom-alo.com/detail/date/2012-10-18/news/299041 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.