আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনই,তুমি কি অপরুপ রুপে বাহির হলে জননী এক জোৎস্না ভরা রাতে চাঁদকে দেখে এক রাখাল যুবক প্রেমে পড়ে গেল। সে যেন খুঁজে পেল সেই ভালবাসা,যার সুর তার বাঁশিতে। চাঁদের প্রেমে পাগলপারা রাখাল চলল চাঁদের পানে;বাঁশিতে তার প্রেমের মোহন সুর। ঘুমভাঙ্গা মানুষগুলো ছুটলো তার পিছু পিছু। কোথায় চলেছে এই বংশীবাদক,পাগলকরা সুর নিয়ে ?প্রশ্ন জনারণ্যে।
চলতে চলতে রাখাল থামল এক কুঁড়েঘরে। পিছু নেওয়া উৎসুক জনতা ছেকে ধরলো তাকে। সব শুনে সবাই তাকে ছেড়ে চলে গেল। বুড়ি শুধু পানি এগ
িয়ে দিয়ে বলল,"যেওনা ভাই,পথে স্বাপদসংকুল বন। চাঁদকে তো সবাই চায়।
কিন্তু এ চাওয়া পূরণ হবার নয়। থেকে যাও এই গাঁয়ে। বাঁশির সুরে মুগ্ধ করো আমাদের। ভুলিয়ে দাও কষ্ট। "
রাখাল উঠে দাঁড়াল।
নিজকে সে চিনে। জানে অনেক দেবার আছে তার,অনেক দায়বদ্ধতা। কিন্তু চাঁদের কাছে তার যাওয়া চাই। হয়তো চাঁদকে সে পাবে না;পৌঁছুতে পারবে না চাঁদের কাছে,হয়তো চাঁদ তাকে ফিরিয়ে দিবে। তবু চেষ্টা সে করে যাবে।
কেননা যে ভালবাসা থেকে তার এই ছুটে চলা-চাঁদকে ওভাবে ভালবাসতে পেরেছে,এটাই রাখালের পরম পাওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।