আমাদের কথা খুঁজে নিন

   

আমার চাকরী খোঁজার দিনগুলো!!!!!

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। ভার্সিটিতে যেগুলান রে রাইখা আসছিলাম, ঐ গুলান ও দেখি জীবন সংগ্রামে নাম লেখাইসে। চাকরী-ইন্টার্নশিপ-বেকারত্বের টেনশান- বন্ধু বান্ধবের চাকরী হয়ে যাবার আর নিজের না হবার টেনশান!!!!! আহা, কি ভয়ানক দিন আছিলো!!!!!... তখন এমবিএ-র শুরুর দিকে।

আম্মা দেখি সকালে হেভভি পার্টে থাকে!!!! বুঝলাম আমি মায়ের হোটেল থিকা উশটা খাবার যোগ্য হইসি। পোলাপাইন কয়েকজন সেরাম সিরিয়াস। পারলে বাংলাদেশের সব প্রতিষ্ঠানে চাকরী করার অবস্থা। আমাদের গ্রুপের পোলাপাইন ছিলাম চরম ফাঁকিবাজ। কে কি করুম তার চিন্তা পরীক্ষা শেষ হবার পরেও বুঝতে পারতেসিলাম না।

কেউ কয়- কাঁঠাল খাবে তো, কেউ কয় আম। অনলাইনে বইসা এক আজিব চিত্র। ফেবুর চেয়ে বেশী থাকা হয় বিডি জবসে। যেখানেই কোয়ালিফিকেশন মিলে সেখানেই এপ্লাই। খালি ক্লিকানো বাকি।

এমুন নেশা ধরসিল আমার, যেটাতে কিসু মিল-মূল নাই, ওইটাতেই হুদাই সিভি ড্রপ করসি। মাঝে মাঝে ডাক আসতো। তখন টেনশান আরও বেশী। কারণ, কারুরই যাবার ইচ্ছা নাই। একবার এরাম ক্লিকানোর টাইমে দেখি- ICDDRB তে চিকিৎসক চাওয়া হচ্ছে।

ভাবলাম ফ্রি আছে, দেই মাইরা। BBA করা MBBS(মা-বাপের বেকার সন্তানের) - ডিগ্রি তো আছেই। ক্লিকাইলাম। আহা, দু দিন পর ইন্টারভিউর মেইল-ও আসলো!!!!!! Mr. Tanveer-Bin-Hasan, we are appreciating your interest in us. Please be present on অমুক date, তমুক জায়গা। আহা আহা... জ্বরে আর ডরে আমার কাপুনি ছুটলো!!! আল্লার কসম চবিতে বিজনেস ফ্যাকাল্টি-তে বিজনেস ই পড়ায়।

ডাক্তারি না। আরেকবার- HSBC তে এপ্লাই করসিলাম, মোবাইল সেলস অফিসারে। পদের নাম আর কাম না বুইঝাই। খুব উচু কিছু মনে করসিলাম। যাই হোক- এক বিকেলে ঘরের উঠানে ক্রিকেট খেলার টাইমে হটাৎ টিডিং টিডিং।

ফোন নিয়া শুনি অত্যন্ত সুন্দর নারী কণ্ঠের সালাম। - হ্যালো- আপনি কি অমুক বলছেন? ক্যোঁৎ কইরা ঢোঁক গিল্লা কইলাম- জি জি। আমিই বলছি। - আপনার আজ বিকেল চারটায় আমাদের সাথে একটা ইন্টারভ্যু আছে। সাড়ে তিনটায় চলে আসবেন।

জি মানে? এখনই তো তিনটা বাজে। - তাতে সমস্যা কি? সমস্যা কি মানে? আমি চট্টগ্রামে থাকি। আপনাদের অন্তত সপ্তাহ খানেক আগে জানানো দরকার ছিল। - তাতে সমস্যা কি? আমরা আপনার ইন্টারভ্যু তাহলে আগামী কাল নেই। অসুবিধা নাই।

আহা, কি সমাধান। পুরাই মাথা নষ্ট সমাধান। আমি বিল গেটস এর আত্মীয় লাগি। টুইশনের টেকা দিয়া অক্ষন গিয়াই ব্ল্যাকে ট্রেইনের টিকিট কাটুম!!!! কইলাম- আপু, কালকে আমার একটা ক্রিকেট ম্যাচ আছে। ধন্যবাদ।

রাইখাই দোস্ত- সৈকত রে একটা ফোন দিসিলাম। এবং কি কাকতালীয় ব্যাপার ওরেও ফোন দেয়া হইসিল, এবং আমরা দুইজন হুবহু একই উত্তর দিসি। ক্রিকেট ম্যাচ!!!!! পুনশ্চঃ ওয়াসা বিশ্ব মসজিদ মাঠে অনুষ্ঠিত ম্যাচ খানায় আমরা বিশাল্লল্লল্ল... ব্যাবধানে জয়লাভ করেছিলাম। সুতরাং- বড় কিছু পেতে হলে এরাম ছোড কিছু হারাতে হয় গাইযযযয... ..... এরাম কিছু এপ্লাই কইরা মাঝে মাঝে মজা নেয়া উচিত। চাকরী খুজাটাও মজার জিনিষ।

ভয়ে ডরে খুজলে পরিশ্রম আর মজায় খুজলে খেলা। খেলো আর মজা লও। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.