সবাই আমাকে বলছে চাকরী বদল করতে। আমি একটা দেশী প্রাইভেট কমাশি'য়াল ব্যাংকে কম'রত। চাকরীর বয়স প্রায় ৫ বছর। ঠিক বুঝতে পারছিনা কি করবো। আমার কি ব্যাংকিক সেক্টর কে টাটা বাই বাই করা উচিৎ, নাকি এই সেক্টরেই অন্য ব্যাংকগুলিতে যাওয়া উচিৎ? ব্লগবাসীর পরামশ' চাই। দয়া কইরা পরামশ' দেন। সু বা কু যেইটা ইচ্ছা। তয় ডিসিশান যা লওনের তা আমি নিজ থাইকাই লমু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।