জনারণ্যে নির্জনতায় আক্রান্ত। নির্জনতাই বেশী পছন্দ, নিজের ভেতরে ডুবে থাকতেই ভাল লাগে। কিছুটা নার্সিসিস্টও। ২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুখাদ্য গুঁড়োদুধ এবং জীবনরক্ষাকারী ওষুধ এর উপর অতিরিক্ত কর আরোপ এর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি।
এই সিদ্ধান্ত কার্যকর করা হলে বাজারে শিশুখাদ্যের দাম এবং জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক এর দাম বেড়ে যাবে। যা অলরেডী দেখাও যাচ্ছে। অর্থমন্ত্রীকে বুঝতে হবে, বাচ্চারা গুঁড়োদুধ শখে খায়না আর ওষুধও শখে সেবন করে না। অতিরিক্ত ট্যাক্স আরোপ করার আরও অগনিত ক্ষেত্র থাকার পরও কেন এদুটি অতি প্রয়োজনীয় প্রোডাক্ট এর দিকে নজর দেয়া হলো তা আমাদের মত আম জনতার মাথায় আসছে না।
সিমকার্ডের ট্যাক্স কমিয়ে এবং গাড়ীর ট্যাক্স কমিয়ে, মাত্র ১০% ট্যাক্স এ কালোটাকা সাদা করার সুযোগ করে দিয়ে সাধারন মানুষের (বিষেশত শিশু ও রোগীদের ) ব্যবহার্য্য জিনিষের উপর অতিরিক্ত করআরোপ কোন মতেই কল্যাণকামী রাষ্ট্রের সাথে যায় না।
মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।