চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ছেলের ঋণের দায়ে শাস্তি পেতে হলো বৃদ্ধ পিতাকে। অমানবিকতার কাছে হেরে গেছেন বৃদ্ধ বাবা তৈয়ব মাস্টার (৭০)। হাজীগঞ্জ উপজেলা গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া বালুর মাঠে ঘটেছে এ নির্মম ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, পাওনাদার মৈশামুড়া গ্রামের রহমত উল্লার ছেলে আবদুল্লাহ দুবাই যাওয়ার জন্য তৈয়ব মাস্টারের ছেলে মোস্তফাকে দুই লাখ ৫২ হাজার টাকা দেয়। টাকা ফেরত না দিতে পারায় ঘটনার দিন আবদুল্লাহ ও তার বাবা রহমত উল্লাহ ঋণগ্রস্ত প্রবাসী মোস্তফার বাবা তৈয়ব মাস্টারকে (৭০) দুই হাত রশি দিয়ে বেঁধে শতাধিক লোকের সামনে গ্রামের মধ্যে হাঁটায় এবং শারীরিক নির্যাতন করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তৈয়ব আলী মাস্টারের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর শেখ জানান, টাকা পাওয়ার ঘটনা জানি; কিন্তু এ মর্মান্তিক ঘটনার সময় আমি একটি সালিশ বৈঠকে ছিলাম। খবর পেয়ে তৈয়ব মাস্টারকে উদ্ধার করে আবদুল্লাহ ও তার পিতাকে ক্ষমা চাইতে বলি এবং ৫০ ঘা জুতাপেটা করতে বলি। View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।