মশিউর রহমান মিঠু আজ ফকির লালন সাঁই এর ১২২ তম মহাপ্রয়ান দিবস। আমরা জানি লালন একজন স্ব-শিক্ষিত দার্শনিক ও মরমি সাধক। লালন কোন পীর-ফকির নন। তবু তাঁর নামের আগে ফকির কথাটি যুক্ত রয়েছে। তিনি নিজেও এটি ব্যবহার করেছেন বিনয় থেকে। সহজাতভাবে নিজেকে তিনি বড় কিছু ভাবতেন না নিজেকে ভাবতেন শিশুতোষ অবোধ। এখন আমরা দেশি-বিদেশি গবেষক ও গুনিজনের মাধ্যমে জানি কত বড় মাপের দিব্যদৃষ্টিসম্পন্ন সাধক ছিলেন তিনি। তাঁর একটি গানের বানী এখনে তুলে ধরলাম: শব্দের ঘরে নি:শব্দ করে সদাই তারা আছেন জুড়ে, দিয়ে জীবের নজরে ঘোর টাটি পরের হাতে কল-কাঠি খুঁজে ধর পাই কি আমি শতেক তলা মাল কুঠুরি। আপন ঘরে পরের কারবার আমি চিনলামনারে তার বাড়ি ঘর আমি বেহুশ মুটে,কারো মুঠ খাটি পরের হাতে কল-কাঠি খুঁজে ধর পাই কি আমি শতেক তলা মাল কুঠুর থাকতে রতন ঘরে একি বেহাত আজ আমারে ফকির লালন বলে মিছে ঘর-বাটি পরের হাতে কল-কাঠি খুঁজে ধর পাই কি আমি শতেক তলা মাল কুঠুরি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।